অনিয়ন অয়েল ব্যবহারে চুলের যে পরিবর্তন লক্ষ্য করলাম

অনিয়ন অয়েল ব্যবহারে চুলের যে পরিবর্তন লক্ষ্য করলাম

Onion-Oil-3

পেঁয়াজ দিয়ে চুলের পরিচর্যা নতুন কিছু না! যুগ যুগ ধরেই ঘরোয়া এই উপাদানটি চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু গন্ধ আর বাটাবাটির কারণে পেঁয়াজ ব্যবহার করতে একটু ঝামেলা মনে হয়, তাই না? আর আসলে এই ব্যস্ত জীবনে এটা-সেটা মিক্স করে চুলে দেওয়াটাও একটু হ্যাসেল! তাই আমি বাজেটের মধ্যেই অনিয়ন অয়েল খুঁজছিলাম যেটা সরাসরি চুলে অ্যাপ্লাই করতে পারবো, আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটু রিসার্চও করে নিলাম যে কোন ব্র্যান্ডটি আসলে আমার জন্য ভালো হবে। ফাইনালি Hawaa Onion Oil ট্রাই করলাম, আর সেটার রিভিউই আজ আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি, এই রিভিউটি আপনাদের জন্য হেল্পফুল হবে।

অনিয়ন অয়েল কেন ব্যবহার করবেন?

প্রোডাক্ট রিভিউতে যাওয়ার আগে একটু বলে নিতে চাই যে চুলের যত্নে পেঁয়াজ আসলে কতটুকু কার্যকরী।

  • পেঁয়াজে আছে সালফার যা চুল পড়া কমিয়ে আনে
  • হেয়ার ব্রেকেজ প্রতিরোধ করে
  • চুলের শাইন ফিরিয়ে আনে
  • প্রিম্যাচিউর হেয়ার গ্রেয়িং বা চুল পাকাও প্রতিরোধ করে

Hawaa Onion Oil রিভিউ

এই হেয়ার অয়েলে শুধু অনিয়ন-ই না, সাথে আছে গ্রেপসীড আর Cedarwood অয়েল। প্রোডাক্টটি ক্লেইম করে এই তিনটি তেলের মিশ্রণ স্ক্যাল্পকে রাখে হেলদি ও চুলকে করে মজবুত। গ্রেপসীড অয়েলে আছে ভিটামিন ই, লিনোলিক অ্যাসিড, পলিফেলনস যা চুলের গ্রোথে হেল্প করে। Cedarwood অয়েল আমাদের চুল ও স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল রিস্টোর করে আর ফাঙ্গাল ইনফেকশন প্রিভেন্ট করে।

কেন ভালো লেগেছে?

  • তেলটির টেক্সচার একদমই লাইট ওয়েট, স্ক্যাল্প ম্যাসাজ করতে বেশ সুবিধা হয়
  • পেঁয়াজের কড়া স্মেল নেই, মৃদু সুগন্ধ আছে যা রিল্যাক্সিং ফিল দেয়
  • ১০০ মিলি এর প্যাকেজিং, ট্রায়াল হিসেবেও ব্যবহার করা যায়
  • ব্যবহারের পর গ্রিজিনেস ফিল হয় না

কীভাবে ব্যবহার করি?

আমি প্রায় তিন মাস ধরে সপ্তাহে ২ দিন করে ব্যবহার করছি। শাওয়ারের আগে এক ঘন্টা চুলে তেল দিয়ে রাখি। ২/৩ মিনিট স্ক্যাল্প ম্যাসাজ করি। স্ক্যাল্প ম্যাসাজ করলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বেড়ে যায়, এতে চুল পড়া কমে। শাওয়ারের সময় মাইল্ড শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেই।

চুলে কোনো পরিবর্তন লক্ষ্য করেছি কিনা

এই তেল ব্যবহারের পর ইনস্ট্যান্ট শাইনি দেখায় চুল, আর ওয়াশের পরও চুল বেশ সফট লাগে। হেয়ার টেক্সচার ইম্প্রুভ হয়েছে, যেটা আমি চুলে হাত দিলেই বুঝতে পারি।

আমি এখন হেলদি লাইফস্টাইলও মেনটেইন করছি, সব মিলিয়ে অতিরিক্ত চুল পড়া কিছুটা কন্ট্রোল হয়েছে। আসলে কোনো তেল রাতারাতি আপনার চুল পড়া কমিয়ে দিতে পারে না, কারণ চুল পড়ার সাথে কিছু ইন্টার্নাল বিষয় জড়িত। হরমোনাল ইস্যু, পুষ্টির ঘাটতি, স্ট্রেস- সবকিছুই হেয়ারের ফলের জন্য দায়ী। তবে হ্যাঁ, হেয়ার অয়েল ম্যাসাজ কিন্তু স্ক্যাল্পের জন্য বেশ উপকারি। আপনি যখন হেলদি লাইফস্টাইল মেনটেইন করবেন, সেই সাথে বেসিক হেয়ার কেয়ার রুটিন ফলো করবেন, তখন আপনার অতিরিক্ত চুল পড়া কমে আসবে।

Hawaa বাংলাদেশি ব্র্যান্ড। এই তেল এর দাম একদম হাতের নাগালে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, একেক জনের চুলের ধরন, লাইফস্টাইল যেহেতু একেক রকম; তাই বেনিফিট পেতে সময় কম-বেশি লাগতে পারে।

অনিয়ন অয়েল ব্যবহারে চুলের যে পরিবর্তন লক্ষ্য করেছি, সেটাই শেয়ার করলাম। প্রোডাক্টটি আমি পারচেজ করেছি সাজগোজের অ্যাপ থেকে। অথেনটিক প্রোডাক্টের জন্য আমার ভরসার জায়গা সাজগোজ। আপনারাও ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। সাজগোজের বেশ কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। এ শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে ও চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে অবস্থিত। এই শপগুলোর পাশাপাশি চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি বা পছন্দের সব প্রোডাক্টস। আজ এই পর্যন্তই তাহলে।

 

ছবি- সাজগোজ, সাটারস্টক

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort