স্কিন হেলদি ও গ্লোয়িং থাকলে আমাদের কনফিডেন্স বেড়ে যায় কয়েকগুণ৷ একারণেই স্কিন কেয়ার বা ত্বকের যত্ন বরাবরই সবার একটি আগ্রহের বিষয়। সবার স্কিন কেয়ার কিন্তু সবসময় একরকম থাকে না। কারণ সময় যত এগোয়, স্কিন কেয়ার নিয়ে তত ইন ডেপথ রিসার্চ হতে থাকে এবং সবাই জানতে পারে নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য। তাইতো প্রতিবছরে স্কিন কেয়ার ট্রেন্ডেও আমরা দেখতে পাই অনেক পরিবর্তন। ২০২৪ এর স্কিনকেয়ার ট্রেন্ডে কী কী হাইপড ছিলো, চলুন সেটাই এবার জানা যাক!
২০২৪ এর স্কিনকেয়ার ট্রেন্ড
মিনিমাল স্কিন কেয়ার রুটিন
আগে বেশিরভাগ মানুষের মনেই ধারণা ছিল, ত্বকের যত্নে যত বেশি প্রোডাক্ট ব্যবহার করা হবে, ত্বক তত বেশি সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। কিন্তু ২০২৪ এ এই ধারণা অনেকটাই পরিবর্তিত হয়েছে এবং জনপ্রিয় হয়েছে মিনিমাল বা বেসিক স্কিন কেয়ার রুটিন, যে রুটিনে অনেকগুলো প্রোডাক্টের পরিবর্তে রাখা হয় শুধুমাত্র সেই প্রোডাক্টগুলো, যেগুলো নিয়মিত ব্যবহারে ত্বক থাকে ক্লিন, ময়েশ্চারাইজড ও হেলদি লুকিং।
মিনিমাল স্কিন কেয়ার রুটিনের একটি উদাহরণ হচ্ছে CMP রুটিন, এখানে C এর অর্থ ক্লেনজিং, M এর অর্থ ময়েশ্চারাইজিং এবং P এর অর্থ প্রোটেকশন। এই রুটিন অনুযায়ী স্কিন কেয়ারে ত্বকের ধরন অনুযায়ী ক্লেনজার, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন থাকাই এনাফ। মিনিমাল স্কিন কেয়ার রুটিন রুটিন ফলো করলে স্কিনে সহজে ইরিটেশন হয় না এবং স্কিন কনসার্ন অনুযায়ী কোনো অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে চাইলে সহজেই তা স্কিনে স্যুট করে যায়। তাই অনেকেই নিজেদের স্কিন কেয়ার রুটিন আপডেট করে শিফট করেছেন মিনিমাল স্কিন কেয়ারে।
স্কিন ব্যারিয়ার হেলথে বিশেষ ফোকাস
গত বছরের স্কিন কেয়ার ট্রেন্ডের একটি বড় অংশ জুড়েই ছিলো স্কিন ব্যারিয়ার হেলথ। ড্যামেজড স্কিন ব্যারিয়ারের সিম্পটমস, বিভিন্ন ভুলের কারণে স্কিন ব্যারিয়ারের ক্ষতি হলে তা কীভাবে ঠিক করা যেতে পারে, হেলদি স্কিন ব্যারিয়ার মেনটেইন করতে ত্বকের যত্ন কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয় পুরো ২০২৪ এই ছিলো আলোচনার মধ্যমনি হয়ে।
যেহেতু সবাই এখন জানেন স্কিন ব্যারিয়ার ড্যামেজড হলে ভালো মানের প্রোডাক্ট অ্যাপ্লাই করলেও মনমতো রেজাল্ট পাওয়া যাবে না, তাই সবাই এখন ফোকাস করছেন হেলদি স্কিন ব্যারিয়ার মেনটেইন করার দিকে এবং নিজেদের স্কিন কেয়ার রুটিনে অ্যাড করছেন হায়ালুরোনিক অ্যাসিড, সেরামাইড ইত্যাদি ইনগ্রেডিয়েন্ট, যা ড্যামেজড স্কিন ব্যারিয়ার রিপেয়ারে দারুণ কাজ করে।
ঠোঁটেরও প্রয়োজন সান প্রোটেকশন
সানস্ক্রিন শুধুমাত্র ফেইস বা বডির জন্যই নয়, বরং লিপসের জন্য সমানভাবে প্রয়োজন। এসপিএফ বেইজড লিপবামের কনসেপ্টটি বেশ ট্রেন্ডি ছিলো গত বছর। ঠোঁটের পিগমেন্টেশন এড়াতে বাইরে বের হওয়ার আগে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করা যে কতটুকু গুরুত্বপূর্ণ, তা নতুন করে জানতে পেরেছেন অনেকেই। আপনারাও বাইরে বের হওয়ার আগে এসপিএফ যুক্ত লিপ বাম অ্যাপ্লাই করতে ভুলবেন না কিন্তু!
স্ক্যাল্প এক্সফোলিয়েশন
স্ক্যাল্পও যে আমাদের স্কিনেরই একটি অংশ এ বিষয়টি কিন্তু অনেকেই এড়িয়ে যান। আমাদের চুল কতটুকু হেলদি থাকবে তা অনেকটুকুই ডিপেন্ড করে স্ক্যাল্প হেলথের উপর। স্ক্যাল্পের প্রোডাক্ট বিল্ডআপ দূর করতে, অতিরিক্ত তৈলাক্ত ভাব কমাতে এবং ডেডসেল রিমুভ করে স্ক্যাল্প ভিতর থেকে ক্লিন করতে স্ক্যাল্প এক্সফোলিয়েশন ট্রেন্ড ২০২৪ সালে ছিলো জনপ্রিয়তার তুঙ্গে। বিশেষ করে স্ক্যাল্পে স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিডের ব্যবহার ছিলো চোখে পড়ার মতো। আপনারাও চাইলে সপ্তাহে একদিন স্ক্যাল্প এক্সফোলিয়েশন করে দেখতে পারেন, নিজের চুলের ডিফারেন্স নিজেই বুঝতে পারবেন।
কমপ্লিট বডি কেয়ার
ফেইসের পাশাপাশি বডিকেয়ারও সমান গুরুত্ব পেয়েছে ২০২৪ এ। বিশেষ করে বডিতে জমে থাকা ডেডসেল দূর করতে বডি এক্সফোলিয়েশন এবং সানট্যান এড়াতে বডিতেও সঠিক পরিমাণে সানস্ক্রিন অ্যাপ্লাই করা খুবই জনপ্রিয় হয়েছে সবার মধ্যে। তাই আশা করা যায়, এই বছর সবারই স্কিন কেয়ারের পাশাপাশি বডি কেয়ারের জন্যেও বাজেটের একটি অংশ বরাদ্দ থাকবে!
এগুলোই ছিল ২০২৪ এর স্কিনকেয়ার ট্রেন্ডের কিছু উল্লেখযোগ্য অংশ। লেখার শেষে সবাইকে একটি পরামর্শ দিতে চাই, জীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন, ত্বকের যত্ন নিতে ভুলে যাওয়া যাবে না। তাই এখন থেকে প্রতিদিন স্কিন কেয়ারের জন্য নির্দিষ্ট কিছু সময় হাতে রাখুন এবং এই সময়টুকুই করে তুলুন আপনার প্রতিদিনের “মি টাইম।”
লেখা- সুমাইয়া দোলা
ছবি- সাজগোজ, সাটারস্টক