ছোট ছোট উপলক্ষগুলো স্মৃতিময় করে রাখতে ভাই-বোন অথবা বন্ধুদের উপহার দেয়া যায় রিস্ট ব্যান্ড (wrist band)। ফ্রেন্ডশিপ ব্রেসলেট (friendship bracelet) নামেও এটি বেশ পরিচিত। খুব সহজেই এটি তৈরি করে ফেলা সম্ভব পুরানো কোন হেডফোনের তার দিয়ে।
যা যা লাগবেঃ
০১.হেডফোনসেট
০২.কাঁচি
০৩.কলম বা পেন্সিল অথবা আটকানোর জন্য কোন শক্ত প্রান্ত
প্রণালীঃ
১. প্রথমে হেডফোন সেটটি নিয়ে কাঁচি দিয়ে হেডফোনের দুই শেষ প্রান্ত কেটে ফেলতে হবে। এবার হেডফোনের সমান দীর্ঘের তার দুটিকে আলাদা করতে হবে।
২. এখন তার দুটিকে আলাদাভাবে কলমে আটকে দিতে হবে নিচে দেখানো ছবির মত করে। কলমটিকে শক্ত কোন স্থানে আটকাতে হবে। এক্ষেত্রে কলমের পরিবর্তে জানালার আনুভূমিক কোন গ্রিলও ব্যবহার করা যেতে পারে।
৩. এই ধাপে একটির তার অন্যটির মাঝে দিয়ে ঢুকিয়ে গিটের মত করে নিতে হবে।
এভাবে শেষ পর্যন্ত গিট দিয়ে যেতে হবে।
হয়ে গেল অত্যন্ত সুন্দর ও রুচিশীল রিস্ট ব্যান্ড বা ফ্রেন্ডশীপ ব্রেসলেট।
লিখেছেনঃ সারাহ
ছবিঃ alegoo.com, আওয়ারইমেজেস.কম