পাঠকদের অনেকেরই প্রশ্ন আমরা কেন শুধু তৈলাক্ত ত্বকের জন্য ভালো প্রোডাক্টের নাম বলি, রিভিউ দেই, নরমাল অথবা ড্রাই স্কিনের জন্য কিছু আলাদা করে বলি না কেন। আজ বলব! এই লেখায় আলাদা করে একটি প্রোডাক্টের রিভিউ না দিয়ে একসাথে নিয়ে এলাম কয়েকটি ময়েশ্চারাইজার রিভিউ, যেগুলো নরমাল এবং ড্রাই স্কিনের অধিকারী পাঠকদের জন্য একদম পারফেক্ট হবে!
এখানে আমি বিভিন্ন প্রাইজ রেঞ্জের প্রোডাক্ট ইনক্লুড করেছি, যাতে আপনারা আপনাদের ত্বকের প্রয়োজন অনুযায়ী সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট নিজেই বেছে নিতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন-
১। দি বডি শপ এলো সুথিং ডে ক্রিম
দামঃ ১৫০০-১৬০০ টাকা
যে কারণে ত্বকের জন্য ভালোঃ
- ত্বকে সারাদিন ধরে আর্দ্রতা দেয়
- একদম তেলতেলে করে না
- ত্বকের র্যাশ, লালচে ভাব দূর করে
- ত্বক উজ্জ্বল রাখে, মেকাপের নিচেও সহজেই ব্যবহার করা যায়।
- স্কিনের জন্য / স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছুই এতে নেই, তাই সেনসিটিভ স্কিনের জন্য বেস্ট চয়েজ!
কোথায় পাবেন?
যমুনা ফিউচার পার্কের ‘Sapphire’ এ সঠিক দামে পেয়ে যাবেন। নিজে অর্ডার দিয়েও আনাতে পারেন বিভিন্ন অনলাইন পেজ থেকে।
আমার রেটিং: ৭/১০
২। দি বডি শপ ভিটামিন ই ইনটেনস ময়েশ্চার ক্রিমঃ
দামঃ ১৬০০-১৭০০ টাকা
যে কারণে ত্বকের জন্য ভালোঃ
- আপনার ত্বক যদি এতই শুষ্ক হয় যে চামড়া উঠে শীতের সময় জ্বালা পোড়া করতে থাকে তবে আমি আপনাকে রেকমেনড করব এই ক্রিমটি।
- ড্রাই স্কিনের জন্য পারফেক্ট নাইট ক্রিম! ত্বকের ডাল, রুক্ষ ভাব ১-২ ব্যবহারেই দূর হয়ে যায়।
- ভিটামিন ই ত্বকের বলিরেখা দূর করে এবং যেকোনো ধরনের ড্যামেজ রিপেয়ার করে।
- সকালে ঘুম থেকে উঠে নিজের বাউন্সি, উজ্জ্বল ত্বক দেখে নিজেই অবাক হবেন। এই শীতে ড্রাই স্কিনের পাঠকদের জন্য তাই আমি এটাই সাজেস্ট করব!
কোথায় পাবেন?
যমুনা ফিউচার পার্কের ‘Sapphire’ এ সঠিক দামে পেয়ে যাবেন। নিজে অর্ডার দিয়েও আনাতে পারেন বিভিন্ন অনলাইন পেজ থেকে। অনেক পেজই এই বিখ্যাত ক্রিমটি স্টকে রাখে।
আমার রেটিং: ৯.৫/১০
৩। ল্যাকটো ক্যালামাইন (ক্ল্যাসিক)
দামঃ ২০০ টাকার মত পড়বে ৩০ মিলি বোতলের জন্য
যে কারণে ত্বকের জন্য ভালোঃ
- অত্যন্ত কম দামে নরমাল ত্বকের জন্য মানানসই একটি ডেইলি ময়েশ্চারাইজার
- এতে থাকা ক্যালামাইন নিশ্চিত করে যে এটা ডে ক্রিম হিসেবে ব্যবহার করলে আপনার ত্বক প্রায় সারাদিন যেন তৈলাক্ত ভাব মুক্ত থাকে
- ত্বকে কোন রিঅ্যাকশন তৈরি করে না। তাই হালকা ব্রণের সমস্যা যাদের আছে তারা ট্রাই করতে পারেন
- কিন্তু অনেক শুষ্ক ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা দিতে পারে না, সাধারণ ত্বকের জন্যই তাই এটা ভালো হবে।
কোথায় পাবেন?
যেকোনো বড় কসমেটিক শপে পাবেন। তবে বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন যাতে নকলের হাত থেকে বাঁচতে পারেন।
আমার রেটিং: ৬/১০ (শুষ্ক ত্বকের জন্য তেমন কাজ করে না বলে…)
৪। OLAY Total Effects 7 anti aging day cream:
দামঃ ৯০০ টাকার মত প্রায়…
যে কারণে ত্বকের জন্য ভালোঃ
- আমি নিজে কখনও এটা ব্যবহার করিনি, কিন্তু আমার মা গত ৫-৬ বছর ধরে এটা ব্যবহার করছেন।
- আপনার ত্বক নরমাল বা ড্রাই হলে এবং আপনার বয়স ৩০ এর উপরে হলে এটা ডে ক্রিম হিসেবে আপনার জন্য বেস্ট হবে।
- এটা ব্যবহারে স্কিনে কোন রিঅ্যাকশন হয় না এবং সেনসিটিভ ত্বকের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এই ওলে ডে ক্রিম!
- নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ ছোপ এবং বলিরেখা দূর করায় বেশ ভালো ভূমিকা রাখে।
- একটু বয়স্ক ম্যাচিউর স্কিনের জন্য বেস্ট প্রোডাক্ট!
কোথায় পাবেন?
যেকোনো বড় কসমেটিক শপে পাবেন। বড় সুপার শপে olay র কাউনটার থেকে কিনলে নিশ্চিত আসল প্রোডাক্ট কিনতে পারবেন।
আমার রেটিং: ৯/১০
৫। নিউট্রজিনা অয়েল ফ্রি ময়েশ্চার কম্বিনেশন স্কিনঃ
দামঃ ৫০০+ টাকা , ১১৮ মিলির জন্য।
যে কারণে ত্বকের জন্য ভালোঃ
- নরমাল /কমবিনেশন স্কিনের জন্য যেকোনো সিজনে বেস্ট ডে ক্রিম।
- দিনের বেলা চড়া রোদে মুখ তেল চিটচিটে করে না।
- ত্বকে ব্রণের সমস্যা তৈরি করে না।
- নিশ্চিন্তে মেকাপের নিচে, সানস্ক্রিনের আগে ব্যবহার করা যায়।
- স্কিনে ম্যাট, উজ্জ্বল ভাব নিয়ে আসে এবং সূর্যের আলট্রা ভায়োলেট রে থেকে স্কিনকে বাঁচায়!
- টিন এজার থেকে শুরু করে যেকোনো বয়সের সবাই ব্যবহার করতে পারবেন।
কোথায় পাবেন?
যেকোনো বড় কসমেটিক শপে পাবেন। কিন্তু নিউট্রজিনার কোন কাউনটার না থাকায় আপনাকে দেখে শুনে কিনতে হবে।
আমার রেটিং: ৭/১০ (আরও বেশি দিতাম যদি এতে স্কিন ব্রাইটেনিং উপাদান থাকতো)
এই হল নরলাম থেকে ড্রাই স্কিনের জন্য আমার ডে এবং নাইট ক্রিমের সাজেশন। সব প্রডাক্টই প্রায় নিজে কখনও না কখনও ব্যবহার করেছি (olay ছাড়া! )। নিজের অভিজ্ঞতা থেকে সংক্ষেপে রিভিউ দেয়ার চেষ্টা করলাম। আশা করি এগুলোর মধ্যে থেকে আপনারা আপনাদের ‘হলি গ্রেইল!’ প্রোডাক্টটি পেয়ে যাবেন!!
লিখেছেনঃ মীম তাবাসসুম
ছবিঃ লেবিলঙ্কচ্যানেল.কম