শীত এর সময় গরম গরম ভাত বা চুলা থেকে নামানো গরম গরম ভাজা রুটির সাথে খেতে খুব মজা লাগে এই চাটনি।
উপকরণ
Sale • Talcum Powder, Cleansing oil/cleanser
- বড় পেঁয়াজ- ২ টি
- কাজু বাদাম- ১/২ কাপ
- টমেটো- ১ টি কুচি করা
- শুকনো মরিচ- ঝাল যে যেমন খেতে পছন্দ করে
- রসুন কুচি- ১ টেবিল চামচ
- সরিষা গুঁড়ো- ১/২ চা চামচ
- লবণ- স্বাদ মত
- সরিষার তেল- ২ টেবিল চামচ
- চাট মসলা- ১ চা চামচ
- সাদা তিল- ১ চা চামচ
- তেঁতুল ক্বাথ- ২ চা চামচ
- ধনিয়া পাতা- ১/২ কাপ
প্রণালী
প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ৪ ভাগ করে নিন। একটি কড়াইতে তেল দিয়ে এতেধনিয়া পাতা বাদে সব উপকরণ দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজুন।এবার নামিয়ে নিন।
একটু ঠাণ্ডা হলে ব্লেন্ডারে দিয়ে দিন এবং ধনিয়া পাতা দিন। ভালো ভাবে মিক্স করে পরিবেশন করুন মজাদার পেঁয়াজের চাটনি।
ছবি ও রেসিপি – তৃষা হক