প্রতিনিয়ত কোল্ড ড্রিংক খাওয়া হয় এমন আছেন অনেকেই।বিভিন্ন সময়ে খাওয়া এই প্লাস্টিক বোতলগুলো স্টোররুমে জমতে জমতে অনেকসময় বড় স্তুপ হয়ে দাঁড়ায়।সেই পরে থাকা বোতলকে কি করে ঘর সাজানোর কাজে সুন্দর ও কার্যকরীভাবে কাজে লাগানো যায় তেমন দুই পন্থাই জেনে নিন আজ।
বোতলে শোভিত ল্যাম্পশেড
খুব অল্প কিছু উপকরণে কম খরচেই ঘরের জন্য ল্যাম্পশেড বানিয়ে ফেলতে পারেন পরে থাকা পরিত্যাক্ত বোতল দিয়ে।ল্যাম্পশেড বানানোর এই প্রক্রিয়াতে আপনার যেসব উপকরণ লাগবে সেগুলো হলোঃ
১।১০টি পরিষ্কার বোতল (আপনি ইছেমতো রঙ্গিন বা সাদা বোতল নিতে পারেন)।
২। ১টি প্লাস্টিক লাইট বাল্ব কেস(কাছের ইলেকট্রিক যেকোন দোকানেই পাবেন এটি, দাম পরতে পারে ৩০০ থেকে ৫০০ টাকার মতো।
৩। ১০ টি প্লাস্টিক জিপ টাই (এটিও প্লাস্টিক বা ইলেকট্রিক দোকানে কিনতে পাওয়া যায়)।
৪।কাঁচি।
প্রক্রিয়া:
১। প্রথমেই বোতলের মুখের দিকের অংশ থেকে অর্ধেক কেটে নিন। এরপর নিচ থেকে মুখের কাছাকাছি অংশ পর্যন্ত চিকন লাইনের মত করে কেটে নিন।
২।এবার বাল্ব কেস এর দুই ফাঁকের মাঝে ছবিতে দেখানোমতো বোতলের মুখ ঢুকিয়ে নিন আর প্লাস্টিক জিপ টাই দিয়ে ভালোভাবে আটকে নিন। বোতলের কেটে নেওয়া লাইনগুলো চারপাশে ছড়িয়ে দিন যাতে করে ফুলের মতো আকার নেয়।
৩।এবার বাকী বোতলগুলোও এভাবে আটকে নিন। সবদিক থেকে কেস বোতলে ঢেকে গেলে সুন্দর ফুলেল একটি আকারে দাঁড়িয়ে যাবে কেসটি।
৪। সবশেষে কেসের বাল্ব বসানোর অংশে রঙ্গিন কিংবা সাদা নিজের ইচ্ছেমতো বাল্ব বসিয়ে ঝুলিয়ে দিলেই তৈরি হয়ে গেলো সাধারণ বোতল দিয়ে অসাধারণ এক ল্যাম্পশেড।
ঘরের সাদামাটা সিলিংকে অসাধারণ রঙ্গিন ও সুন্দর করে তুলতে এমন হাতে বানানো ল্যাম্পশেড হয়ে উঠতে পারে ঘরের আভিজাত্য ও রুচিশীলতা প্রকাশের অংশ।
পুনশ্চঃ
- কেস না পাওয়া গেলে আয়রনের তার দিয়ে নিজের মতো করে বেস বানিয়ে নিতে পারেন সহজেই। এতে করে গোল ছাড়াও বিভিন্ন শেপ এ ল্যাম্পশেড বানানো যাবে।
- আটকানোর ক্ষেত্রে রঙ্গিন একটু শক্ত ফিতা ব্যবহার করতে পারেন। এটি ল্যাম্পশেডে ভিন্ন লুক দিতে পারবে।
লিখেছেন – জান্নাতুল ইসলাম