শীত কি গ্রীষ্ম সারা বছর ব্যবহারযোগ্য এই একটি ক্রিম! - Shajgoj

শীত কি গ্রীষ্ম সারা বছর ব্যবহারযোগ্য এই একটি ক্রিম!

palmers-cocoa-butter-formula

শীতকাল তো এবার চলেই গেল প্রায়। শীতকাল আসলেই কমবেশি সবাই কোন না কোন moisturizer ব্যবহার করে থাকে। তবে প্রতিদিনের ধুলাবালি, ময়লা এগুলোর কারনে সারা বছরই আমাদের অনেকের ত্বক থাকে রুক্ষ ও প্রাণহীন। আর শীত যাচ্ছি যাচ্ছি এই সময়টাতে কিন্তু আমাদের ত্বক অনেক বেশী টানে। আর তাই আমি আজকে লিখছি এমন একটি Product নিয়ে যেটি আসলে শীত কিংবা গরম সারা বছর ব্যবহার করা যায়। আর এটির সবচেয়ে বড় যে সুবিধাটি তা হল এটা যেমন আপনি সারা শরীরে use করতে পারবেন আবার অনায়াসে মুখে এবং ঠোঁটেও লাগাতে পারবেন। আমি বলছি PALMER’S Cocoa Butter Formula এই প্রোডাক্টটির কথা। এক কথায় এটি আপনার পুরো শরীরের moisturizer হিসেবে কাজ করবে। যারা এই প্রোডাক্টটি ব্যবহার করেছেন তারা সত্যিই এর ভক্ত হয়ে গেছেন।

[picture]

Sale • Lotions & Creams, Body Butter, Anti-Stretch Mark Creams

    গুরুত্বপূর্ণ কিছু উপাদান

    ১. Theobroma Cacao (Cocoa) Extract,

    ২. Mineral Oil,

    ৩. Microcrystalline Wax,

    ৪. Seed Butter ও

    ৫. Nice Chocolate Fragrance

    উপাদানগুলো যেভাবে কাজ করে

    ১. Cocoa Butter vitamin E সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের ত্বক কে নরম ও কোমল করে তোলে। এই crème টি শরীরের অনাকাঙ্ক্ষিত ফাটা দাগ খুব কার্যকরী ভাবে দূর করে।

    ২. Mineral Oil শরীরের আদ্রতা রক্ষা করে এবং শরীরের moisturizer লক করে শুষ্কতার হাত থেকে রক্ষা করে।

    ৩. Microcrystalline Wax উপাদানটি মূলত এই crème টি কে elastic ও adhesive করেছে। এর ফলে এটি খুব অল্প পরিমাণে use করলেই হয়ে যায়।

    ৪. Seed Butter হল সানফ্লাওয়ার বীজ থেকে তৈরি এক ধরনের butter যা seed butter বা sun butter নামে পরিচিত। এটি ত্বক কে কোমল ও মসৃণ করতে সাহায্য করে।

    ৫. Nice Chocolate Fragrance আপনাকে দিবে এক সুন্দর ও প্রানবন্ত অনুভূতি।

    কোথায় পাবেন?

    ‘স্যাফায়ার’ এর রাইফেলস স্কয়ার এবং যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ থেকে আপনি নিজে দেখে কিনতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন।

    ব্যবহারের উপকারিতা

    ১. প্রথমত যাদের ত্বক অত্যন্ত শুষ্ক ও প্রাণহীন তারা এই crème টি ব্যবহার করে আশা করছি খুব ভাল ফল পাবেন।

    ২. মাতৃত্ব জনিত কারনে, অতিরিক্ত মোটা হবার কারনে যাদের শরীরে ফাটা দাগ পরেছে তারা PALMER’S Cocoa Butter Formula এই crème টি ব্যাবহার করে অত্যন্ত উপকৃত হবেন। এটি খুব অল্প দিনে লক্ষণীয় ভাবে ফাটা দাগ কমিয়ে ত্বক কে টানটান করে তোলে। অনেক Doctor ও শরীরের ফাটা দাগ কমাতে এই crème টি recommend করে থাকেন।

    ৩. যাদের মুখে ব্রণের বা এলারজির সমস্যা আছে তারা সাধারণত মুখে কোন crème লাগাতে পারেন না। কিন্তু এই crème টি আপনি নিশ্চিন্তে সারা বছর মুখে লাগাতে পারেন। এটি কোন ধরনের skin problem arise করে না। আমি নিজে ব্রণের ভুক্তভোগী এবং কোন ধরনের moisturizer মুখে লাগাতে পারতাম না। শুধুমাত্র এই একটি crème যেটি ব্যবহারের পর আমি কোন ধরণের skin problem face করিনি। তবে আপনি প্রথম একদিন দুইদিন ব্যবহার করে খেয়াল রাখতে পারেন যে আপনার skin এ কোন ধরনের সমস্যা হচ্ছে কি না। যদি আপনি comfort feel না করেন তবে যত ভালো প্রোডাক্ট ই হোক না কেন সেটি ব্যবহার করা একদম ই উচিত না। কারন সব মানুষের skin type এক রকম হয় না।

    [picture]

    আমি নিজে এই crème টি ব্যবহার করছি প্রায় ২ বছর যাবত। আমি অত্যন্ত Satisfied এবং আমার সেই সন্তুষ্টির জায়গা থেকেই আজকে আপনাদের জন্য এই লিখা। আশা করছি এই Product টি আপনার ত্বকের প্রতিদিনকার সমস্যা দূর করে আপনাকে করে তুলবে প্রাণবন্ত।

    লিখেছেন – রিভা খান

    9 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort