[topbanner]
প্রচণ্ড গরম পরে গেছে। বৈশাখের আগমনের পাশাপাশি গরম আর রোদের তাপ বাড়ছে দিন দিন। তাই এই গরমে চুল ছেড়ে বাইরে বের না হওয়াই ভালো। কেননা চুল ছেড়ে বাইরে বের হলে গরম লাগবে বেশি আবার রোদের তাপে চুলে পোড়া পোড়া ভাব আসবে, চুল হবে রুক্ষ।
Sale • Dry & Frizzy Hair, SHOP BY CONCERN, Split Ends
তাই চলুন জেনে নিই গরমে চুল বাঁধার টিপস-
- যাদের চুল একটু গুছিয়ে বাঁধতে সময় বেশি লাগে তারা চুল উচু করে বেঁধে নিন বাইরে যাওয়ার আগে। অথবা উচু করে মাথার সবটুকু চুল নিয়ে একটা পনিটেইল করে নিন।
- যাদের অনেক লম্বা চুল তারা পনিটেইল করার পর বেনি করে নিন। এতে ঘারে চুল লাগবেনা, ফলে ঘাম কম হবে।
- চুল ছোট হলে হলে বা গরমে মুখে ব্রণের সমস্যা থাকলে তারা কপালের দিকের সামনের চুলগুলো নিজের সুবিধা মতো করে বেঁধে নিন।
- চুল বেশি বা মাঝারী আকারের হলে সব চুল নিয়ে পেছনে বা সাইডে খোঁপা করে নিন।
[picture]
অথবা খোপার মতো করে ক্লিপ দিয়ে উচু করে আটকিয়ে নিন।
- যদি উচু করে চুল বাধতে না চান তাহলে সামনে থেকে বেনি করে নিয়ে কাধের একপাশে রেখে দিন। এতে দেখতেও ভালো লাগবে ঘাম কম হবে।
- গরমে চুলে অনেক বেশি ক্লিপ ব্যবহার করবেন না। অনেক বেশি ক্লিপ ব্যবহার করাতা অনেকের কাছেই ঝামেলার। তাই যতটুক পারবেন পাঞ্চক্লিপ ব্যবহার করুন।
- ঝটপট খোঁপা করতে চাইলে বান-স্টিক ব্যবহার করুন।
- গরমে যাদের মাথা বেশি ঘামে তারা হালকা করে চুল বাঁধুন।
গরমে ঘাম হওয়া থেকে দূরে থাকতে এবং চুলের সুবিধার জন্য খোলা চুলে না থেকে নিজের মতো করে এভাবে চুল বেঁধে ঘর থেকে বের হন। তাহলে গরমে বাইরে আপনার চলাফেরা অনেকটাই আরামদায়ক হয়ে যাবে।
লিখেছেন – সোহানা মোরশেদ