নিজেই তৈরি করুন বেকারির মতো বার্গার বান‬ - Shajgoj

নিজেই তৈরি করুন বেকারির মতো বার্গার বান‬

burger bun

বেকারির বার্গার বান তৈরি করতে চান ঘরেই? তাহলে জেনে নিন, এই সহজ রেসিপিটি। একদম নরম, তুলতুলে, মনের মত বার্গার বান আর কিনতে হবে না। বরং নিজেই তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন।

‪উপকরণ

Sale • Talcum Powder, Compact & Pressed Powder
    • ময়দা – আড়াই  কাপ
    • ঈষ্ট – আড়াই  চা-চামচ
    • বেকিং পাউডার – ১ চা-চামচ
    • ডিম – ২ টি
    • তরল দুধ – ১/৪ কাপ (কুসুম গরম)
    • চিনি – ১ টেবল চামচ (গুঁড়ো করে নিন)
    • ভ্যানিলা ফ্লেভার – ১ চা-চামচ
    • মাখন – ২ টেবিল চামচ
    • লবণ – আধা চা-চামচ
    • সিরকা – ২ চা-চামচ

    ‪‎প্রণালী

    –       ময়দা ও বেকিং পাউডার একসাথে চেলে নিন। ডিম ফেটে নিন।

    –       একটি পাত্রে সামান্য গরম পানিতে চিনি ও ঈষ্ট মিশিয়ে রাখুন ১০ মিনিট।

    –       ঈষ্ট ফুলে উঠলে ডিম বাদে সব উপকরণ একসাথে মিলিয়ে অল্প অল্প করে ডিম মিলিয়ে ময়ান করুন। যখন মনে হবে আর ডিম দিলে নরম হয়ে যাবে তখন ডিম ঢালা বন্ধ করুন।

    –       এবার বেশ কিছুক্ষণ ময়ান করে খামিরটি একটি বড় পাত্রে রেখে ঢেকে দিয়ে গরম জায়গায় এক ঘন্টা রাখুন ফোলার জন্য।

    –       এক ঘন্টা পর তা ফুলে দ্বিগুণ হলে ময়ান দিয়ে ছোট ছোট বল বানিয়ে বেকিং ট্রেতে নির্দিষ্ট দূরত্বে রেখে ফুলতে দিন। আধা ঘন্টা পর এর ওপর বাকি ডিমের সাথে অল্প দুধ মিশিয়ে ব্রাশ করে একটু তিল ছিটিয়ে বেক করুন ১৭০ ডিগ্রী সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট।

    –       বেকিং এর সময় কোথাও যাবেন না, কারণ অনেক সময় বেশি বেক হয়ে যায় বা উপরটা পুড়ে
    পুড়ে যায়।

    –       ব্রেডের ওপরে রং ধরলেই ওভেন বন্ধ করে ওভেন থেকে নামিয়ে তা কিছুক্ষণ মোটা কাপড় দিয়ে ঢেকে রাখুন। তবে গরম গরম খেতে বেশি মজা লাগে।

    –       বেকিং ট্রেতে চার থেকে পাঁচটার বেশি দিবেন না, গায়ে গায়ে লেগে যাবার ভয় আছে।

    ছবি – দ্যাকিচেন .কম

    রেসিপি – সাদিয়া খান চৌধুরী

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort