[topbanner]
প্রচন্ড গরমে চুলকে নিয়ে অস্বস্তিতে পড়েননি এমন মেয়ে খুঁজে পাওয়া ভার! এই অস্বস্তিকর গরমে চুলকে নিয়ে আমাদের প্রায়শই পড়তে হয় আরো অস্বস্তিতে। তাই শিখে ফেলা যাক, চুলকে বাঁধার সহজ কিছু পদ্ধতি। এতে খুব অল্প সময়ে সহজ কিছু স্টেপের সাহায্যে চুলকে বেঁধে ফেলতে পারবেন আকর্ষণীয়ভাবে।
[picture]
১। প্রথমে চুল নিচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে পিছনে নিয়ে রাবারব্যান্ড দিয়ে আটকে দিয়ে ২নং স্টেপের মত করে ঘুরিয়ে পিন দিয়ে আটকে দিতে হবে। তারপর সামনে থেকে পিছনে একটি ফ্রেঞ্চ বেণী করে দেখানোভাবে পিন দিয়ে আটকে দেয়া লাগবে।
২। এটি খুবই সহজ। প্রথমে সামনের দিকে একটু ঝুকে(ছবিতে যেভাবে দেখানো হয়েছে) চুল উচু করে বেধে নিতে হবে। এরপর রাবারব্যান্ডের উপরে চুল পেঁচিয়ে ব্যান্ডটাকে ঢেকে দিতে হবে।
৩। মাথার দু’পাশ থেকে দু’টি ফ্রেঞ্চ বেণী করে দু’টিকে একসাথে রাবার ব্যান্ড দিতে আটকে দিতে হবে। এবার নিচে দেয়া ছবির মতো করে চুলের নিচের অংশ পেঁচিয়ে খোঁপার ন্যায় করতে হবে।
ছবি – পিন্টারেস্ট.কম
লিখেছেন – সারাহ