রমজানেও সজীব ত্বক ধরে রাখুন মাত্র ১১টি টিপসেই

রমজানেও সজীব ত্বক ধরে রাখুন মাত্র ১১টি টিপসেই

রমজানে সজীব ত্বক - shajgoj.com

রোজা রাখার কারণে শরীরে পানির পরিমান কমে যায়। পানির অভাবে ত্বকের আর্দ্রতা কমে গিয়ে ত্বক প্রাণহীন ও নিস্তেজ হয়ে পড়ে। এছাড়া বেশি ভাজা পোড়া খাবার খাওয়ার কারণে ত্বকে ব্রণের উপদ্রব বেড়ে যায়। এই রমজানে সজীব ত্বক পেতে চাইলে একটু যত্নতো নিতে হবে। কিভাবে যত্ন নিবেন? চলুন দেখে নেই।

SHOP AT SHAJGOJ

    রমজানে সজীব ত্বক পেতে টিপসসমূহ

    ১) কাঁচা হলুদ ও চন্দনের প্যাক

    রমজানে সজীব ত্বক পেতে কাঁচা হলুদ ও চন্দনের প্যাক - shajgoj.com

    ১ টেবিল চামচ কাঁচা হলুদের গুঁড়ো ও  ১ টেবিল চামচ চন্দন কাঠের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের ব্রণ দূর কারার পাশাপাশি ব্রণের দাগ দূর করবে। এটি ব্যবহার করবেন সপ্তাহে ৩দিন।

    ২) কমলার প্যাক

    রমজানে সজীব ত্বক পেতে কমলার খোসা - shajgoj.com

    সমপরিমান কমলা লেবুর খোসা,  মসুরির ডাল ও  চাল বাটা একসঙ্গে পেস্ট করে ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহার করুন সপ্তাহে ২দিন

    ৩) চন্দন, মুলতানি মাটি ও নিমপাতার প্যাক

    রমজানে সজীব ত্বক পেতে চন্দন, মুলতানি মাটি ও নিমপাতার প্যাক - shajgoj.com

    চন্দনের গুঁড়ো, মুলতানি মাটি ও নিমপাতা বাটা একত্রে মিশিয়ে ত্বকে ১০ মিনিট ম্যাসাজ করুন। এতে ত্বকের সব সমস্যা দূর করে ত্বক রাখবে সতেজ। এই প্যাকটি ব্যবহার করতে পারেন সপ্তাহে ৩দিন।

    ৪) পেঁপের প্যাক

    রমজানে সজীব ত্বক পেতে পেঁপে - shajgoj.com

    ১ টেবিল চামচ পাকা পেঁপে চটকে তার সঙ্গে এক টেবিল চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো মিশিয়ে নিন।মিশ্রণটি মুখসহ পুরো গলায় ২০ থেকে ২৫ মিনিট রেখে ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

    ৫) বাদামের প্যাক

    রমজানে সজীব ত্বক পেতে বাদাম - shajgoj.com

    পানিশূন্য ত্বকে নিয়মিত কাঠবাদাম বাটা, ঠাণ্ডা দুধ এবং গোলাপ জল দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করুন।এটি শুষ্ক পানিশূন্য ত্বকের জন্য খুবই উপকারী।

    ৬) টমেটো, কলা, শসার প্যাক

    টমেটো, কলা, শশা একসঙ্গে মিলিয়ে প্যাক তৈরি করে ইফতারের ঘণ্টাখানেক পর ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।নিয়মিত এই প্যাকটি ব্যবহারে ত্বকের শুষ্কতা দূর হবে।

    ৭) ময়েশ্চারাইজার ব্যবহার করুন

     

    যাদের ত্বক শুষ্ক তারা নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন।এতে ত্বকের শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি ত্বক সজীব হবে। যাদের ত্বক সাধারণ বা তৈলাক্ত তারা ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন আর যাদের ত্বক শুষ্ক তারা ওয়াক্স বা ইমোলিয়েন্ট সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এগুলো ত্বকের গভীরে আর্দ্রতা যোগানোর পাশাপাশি ত্বক ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।

    ৮) ঠোটের যত্নে নারিকেল তেল

    রমজানে ঠোটের যত্নে নারিকেল তেল ব্যবহার - shajgoj.com

    রমজানে অনেকের ঠোঁট ফেটে যায়। যাদের ঠোঁট ফেটে যায় তারা রাতে ঘুমাবার আগে ঠোঁটে ভালো করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমাবেন। বেশি শুষ্ক ঠোঁটের যত্নে হালকা গরম নারিকেল তেল ম্যাসাজ করতে পারেন। প্রতিদিন চার থেকে পাঁচবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

    ত্বক ভালো রাখতে ইফতারিতে ভাজাপোড়া জাতীয় খাবার কম খেয়ে ঘরে তৈরি জুস খাবেন। বেশি বেশি ফল, দই, চিড়া ও শরবত খান। রমজান মাসেও থাকুক ত্বক সজীব ও প্রাণবন্ত!

     

    ছবি- সংগৃহীত: সাজগোজ

    2 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort