[topbanner]
নান্দনিক কিছু করতে কার না ভালো লাগে। আর হাতের কাজ রমণীদের কাছে তেমনি একটি ভালো লাগা। এই ভালো লাগাকে কাজে লাগাতে এবং সাজগোজের হাতের কাজপ্রেমীদের সুবিধার্থে সেলাই কাজ করতে প্রাথমিক ধাপে কি কি সরঞ্জাম লাগে তা নিয়েই আজকের এই পিকটোরিয়াল।
Sale • Hairfall & Thinning, Eye Brush, Manicure & Pedicure Kits
[picture]
আমরা কমবেশি সবাই জানি সেলাই কাজ শুরু করতে সুঁই, সুতা, ফ্রেম, কেঁচি এবং ডিজাইনের জন্য কালার পেন্সিল লাগে। তবে যারা সেলাই জগতে একেবারেই নতুন তাদের কাছে সবই অজানা। তবে চলুন দেখে নিই হাতের কাজের জন্য কোন কোন সরঞ্জামগুলো লাগবে।
ছবি – নিডেলঅ্যান্ডথ্রেড.কম