মেয়েদের একটা সাধারণ ঝামেলা হচ্ছে জুয়েলারী বিশেষ করে গলার ও হাতের জুয়েলারীগুলো পেঁচিয়ে একাকার হয়ে থাকা। আর প্রয়োজনের সময় এই প্যাচ খুলতে গিয়ে মেজাজটাই তাই বিগড়ে যায়।
Sale • Color Protection, Pigmentation, Nail Art Kits
এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনিও তৈরি করে ফেলতে পারেন অত্যন্ত সুন্দর ও রুচিসম্মত জুয়েলারী অরগানাইজার।
[picture]
যা লাগবেঃ
- কাঠের হ্যাঙ্গার
- পিন
- কালার স্প্রে
প্রথমে হ্যাঙ্গারের নিচের অংশটুকু খুলে তাতে কালার স্প্রের সাহায্যে পছন্দ মত রং করে নিতে হবে।
এবার পিনগুলো হ্যাঙ্গারে আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে।
এভাবে সবগুলো পিন লাগিয়ে দিতে হবে। এবার পছন্দমত জায়গায় ঝুলিয়ে দিন জুয়েলারী অরগানাইজারটি।
ছবি-ফাইভমিনিটস্ক্রাফট.কম
লিখেছেন – সারাহ