বাসায় পড়ে থাকা পুরানো ফ্রেম দিয়ে চাবির হোল্ডার - Shajgoj

বাসায় পড়ে থাকা পুরানো ফ্রেম দিয়ে চাবির হোল্ডার

210-e1365778346879

বাসার চাবিগুলো প্রায়ই আমরা এলোমেলোভাবে রেখে দেই, তাই দরকারের সময় তা খুজে পেতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়, সাথে অনেক সময়ও নষ্ট হয়। তাই অবসর সময়টুকু কাজে লাগিয়ে বাসায় পড়ে থাকা পুরানো কোন ছবির ফ্রেম দিয়ে খুবই কম খরচে তৈরি করে ফেলা যায় কি হোল্ডার। এতে প্রয়োজনের সময় দরকারি চাবিটা পাওয়া যাবে সহজেই। আসুন দেখে নেয়া যাক এর ধাপসমূহ-

[picture]

Sale • Color Protection, Pigmentation, Hair Color

    প্রয়োজনীয় উপকরণ

    • ছবির ফ্রেম
    • হুক/পিন
    • কালার স্প্রে অথবা রঙ ও কালার ব্রাশ

    কার্যপদ্ধতি

    • প্রথমে ফ্রেমটি নিয়ে কাঠের অংশটুকু আলাদা করে ফেলতে হবে।

    23

    • কাঠের অংশ আলাদা করার সময় খেয়াল রাখতে হবে যাতে অংশটুকু কোনভাবে নস্ট না হয়।

    4

    • এবার কাঠের উপর সৌন্দর্যের জন্য কালার স্প্রে অথবা ব্রাশের সাহায্যে পছন্দমত রঙ করতে হবে। রঙ করা হয়ে গেলে শুকানোর জন্য কিছুক্ষন রেখে দিয়ে হবে।

    6

    • রং শুকিয়ে গেলে উল্টো পিঠে রেখে তাতে পিনগুলো আস্তে আস্তে ঘুরিয়ে লাগাতে হবে। তাড়াহুড়া অথবা বেশি চাপ দেয়া যাবে না এতে ফ্রেমটি ভেঙ্গে যেতে পারে।

    789

    • এভাবে বেশ কয়েকটি পিন লাগিয়ে নিতে হবে।

    10

    • এবার দরজার পাশে সুবিধাজনক স্থানে ও হাতের নাগালের মধ্যেই পাওয়া যায় এমন জায়গায় কি হোল্ডারটি লাগিয়ে দিতে হবে।

    ছবি – ক্রাফট ডট কম

    লিখেছেন – সারাহ

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort