মেকআপ সেটিং স্প্রে | ৩টি পদ্ধতিতে খুব সহজে ঘরে বসেই তৈরি করুন!

মেকআপ সেটিং স্প্রে | ৩টি পদ্ধতিতে খুব সহজে ঘরে বসেই তৈরি করুন!

মেকআপ সেটিং স্প্রে - shajgoj.com

মেকআপের জগতে মেকআপ সেটিং স্প্রে একটি পরিচিত নাম। অনেকেরই অভিযোগ থাকে- মেকআপ সারাদিন লাস্টিং করে না, দেখতে পাউডারি লাগে ইত্যাদি ইত্যাদি। এইসব সমস্যা সমাধান করতেই বেশি কিছু লাগবে না হাতের কাছে একটি সেটিং স্প্রে থাকলেই যথেষ্ট। বাজারে অনেক ধরনের স্প্রে পাওয়া যায়। কিন্তু কেউ যদি বাজারেরগুলো না কিনে ঘরে বসে নিজেই তৈরি করতে চান, তাদের জন্য হাতের কাছে থাকা উপাদানগুলো দিয়ে মেকআপ সেটিং স্প্রে তৈরির উপায় বলব আজ।

মেকআপ সেটিং স্প্রে তৈরির পদ্ধতি

ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে ৩ রকম সেটিং স্প্রের রেসিপিতে যাওয়ার আগে মেকআপকে লং লাস্টিং করা ছাড়াও স্প্রের ভিন্ন কিছু ব্যবহার সম্পর্কে জেনে নিই 

  • মেকআপ শেষ করার পর সেটিং স্প্রেটি পুরো মুখে স্প্রে করে নিন। এতে মেকআপ লং লাস্টিং হবে এবং সারাদিন ঠিক থাকবে।
  • মেকআপ করার পর মুখ অতিরিক্ত পাউডারি মনে হলে সেটিং স্প্রেটি মুখে স্প্রে করে নিন। এতে নিমিষেই পাউডারি ভাব দূর হয়ে যাবে। গ্লোয়ি এবং ন্যাচারাল দেখতে লাগবে। 
  • অনেক সময় শিমারি আইশ্যাডো পিগমেন্টেড হয় না। তখন আইশ্যাডো ব্রাশটিতে স্প্রে করে নিয়ে আইশ্যাডো লাগালে দেখতে অনেক বেশি পিগমেন্টেড মনে হবে। 
  • যাদের ড্রাই স্কিন, তারা মেকআপ শুরু করার আগে মুখে সেটিং স্প্রে কয়েকবার স্প্রে করে নিলে স্কিন হাইড্রেটেড হবে এবং মেকআপ সুন্দর বসবে।
  • ফেইসে হাইলাইটার খুব বেশী চকচকে করে তুলতে চাইলে, প্রথমে হাইলাইটার লাগিয়ে নিন। এর উপরে সেটিং স্প্রেটি স্প্রে করে নিন। তারপর ফেইস ভেজা থাকতেই আবার হাইলাইটার লাগিয়ে নিন। দেখবেন হাইলাইটার কতো বেশি গ্লোয়ি লাগছে।    

(১) গ্লিসারিন 

মেকআপ সেটিং স্প্রে তৈরি করতে ফুটানো পানি গ্লিসারিন, আর্গান অয়েল, স্প্রে বোতল - shajgoj.com

যা যা লাগবে

  •  ফুটানো পানি
  •  গ্লিসারিন ২ টেবিল চামচ
  •  আর্গান অয়েল ৩-৪ ফোটা
  •  স্প্রে বোতল

যেভাবে তৈরি করবেন

(১) প্রথমে হাফ কাপ পানি একটি পাত্রে নিয়ে ফুটিয়ে নিন। পানিটুকু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিন।

(২) একটি বাটিতে ২ টেবিল চামচ গ্লিসারিন, ফোটানো পানি, ৩-৪ ফোটা আর্গান অয়েল নিয়ে একসাথে মিশিয়ে নিন।

(৩) ভালোভাবে মেশানো হয়ে গেলে স্প্রে বোতলে মিশ্রনটি ভরে নিন। 

(২) অ্যালোভেরা 

মেকআপ সেটিং স্প্রে তৈরি করতে অ্যালোভেরা জেল, ফোটানো পানি, ল্যাভেন্ডার অয়েল - shajgoj.com

যা যা লাগবে 

যেভাবে তৈরি করবেন 

(১) ১ ভাগ অ্যালোভেরা জেল নিয়ে স্প্রে বোতলে ভরে নিন।

(২) এর মধ্যে ৩ ভাগ ফোটানো পানি ঢালুন।

(৩) একটু সুগন্ধি চাইলে এর মধ্যে ২-৩ ফোটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিতে পারেন। কিন্তু এই পার্টটি অপশনাল, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। 

(৪) কিছুক্ষণ পর ঝাঁকিয়ে নিন। ব্যস, সেটিং স্প্রে তৈরি।  

 (৩) রোজওয়াটার 

মেকআপ সেটিং স্প্রে তৈরি করতে গোলাপজল গ্লিসারিন - shajgoj.com

যা যা লাগবে

  • গোলাপজল
  • গ্লিসারিন

যেভাবে তৈরি করবেন

(১) স্প্রে বোতলে গোলাপজল ঢেলে নিন।

(২) এর মধ্যে কিছুটা গ্লিসারিন মিশিয়ে ঝাঁকিয়ে নিলেই রোজওয়াটার মেকআপ সেটিং স্প্রে তৈরি। 

(৩) তৈরি করার পরে সেটা ফ্রিজে সংরক্ষণ করবেন। 

জেনে নিলেন, কীভাবে ঘরে বসেই মেকআপ সেটিং স্প্রে তৈরি করবেন এবং ব্যবহার করুন। যারা বাজার থেকে কিনে ব্যবহার করতে পারছেন না তারা ঘরে বসেই খুব সহজে তৈরি করে নিতে পারেন। নিজের যত্ন নিন ভালো ও সুন্দর থাকুন।  

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

SHOP AT SHAJGOJ

     

    ছবি – প্রোজেক্টভ্যানিটি

    56 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort