মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশাপাশি এর যত্ন নেয়াটাও জরুরি। এর মধ্যে মেকাপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত মেকাপ ব্রাশ পরিষ্কার না করলে, ব্রাশে লেগে থাকা মেকাপ প্রোডাক্টসের মাধ্যমে ব্যাক্টেরিয়ার সৃষ্টি হয়। সেই মেকাপ ব্রাশ বারবার ব্যবহার করলে স্কিনে দেখা দেয় পিম্পল, র্যাশের মতো নানা রকম সমস্যা। তাই মেকাপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করা আবশ্যক। কিন্তু কীভাবে পরিষ্কার করবেন মেকাপ ব্রাশ? চলুন জেনে নিই।
মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন
যা যা লাগবে:
(১) অলিভ অয়েল / ভিটামিন ই অয়েল
অলিভ অয়েল ব্রাশে লেগে থাকা মেকাপ প্রোডাক্টগুলো বের করে আনতে সাহায্য করবে এবং ব্রাশে ময়েশ্চার ধরে রাখবে।
(২) ব্রাশ এগ
(৩) মেকাপ ব্রাশ ক্লিনার / হ্যান্ড ওয়াশ
মেকাপ ব্রাশ ক্লিনার ব্রাশে লেগে থাকা প্রোডাক্টসগুলো পুরোপুরিভাবে তুলে ফেলতে সাহায্য করবে।
জেনে নিলেন তো কী কী লাগছে। এবার মেকাপ ব্রাশ পরিষ্কার করার পালা। আমি এখানে ধাপে ধাপে ছবিসহ দেখানোর চেষ্টা করেছি। যাতে সহজেই বুঝতে পারেন।
– এখানে আমি আমার ২টি ব্রাশ পরিষ্কার করে দেখিয়েছি। একটি ফেস ব্রাশ, অন্যটি হলো একটি আইশ্যাডো ব্রাশ।
– নিচের ছবিতে যে টুলটি দেখতে পাচ্ছেন, এটাকে ব্রাশ এগ বলে। এগুলো অনলাইন শপগুলোতে পেয়ে যাবেন। ব্রাশ এগ এ খাঁজকাটা কিছু অংশ থাকে। যা মেকাপ ব্রাশ থেকে ময়লা খুব সহজেই দূর করতে সাহায্য করে।
– ব্রাশ এগের ভেতরে আমি আমার হাতের আঙ্গুল ঢুকিয়ে নিচ্ছি। এতে ব্রাশ পরিষ্কার করতে সহজ হবে।
– একটা বাটিতে কিছুটা অলিভ অয়েল এবং অন্য একটা বাটিতে ব্রাশ ক্লিনার / হ্যান্ড ওয়াশ নিতে হবে।
– এবার, একটা ফেস ব্রাশ নিয়ে, ব্রাশের ব্রিসেলগুলো পানিতে ভিজিয়ে নিতে হবে। ব্রাশের ব্রিসেলগুলো একবার অলিভ অয়েলে হালকা চুবিয়ে এরপর হ্যান্ড ওয়াশে চুবিয়ে নিতে হবে। এবার ব্রাশ এগের খাজকাটা অংশের উপর ঘষে নিতে হবে কিছুক্ষন।
– আপনার কাছে যদি ব্রাশ এগ না থাকে, তবে আপনি আপনার হাতের তালু/ আঙ্গুল ব্যবহার করতে পারেন। আঙ্গুলের উপরে ব্রাশ রেখে আস্তে আস্তে ঘষে নিতে হবে। দেখতে পাবেন, ব্রাশের ময়লা গুলো সব উঠে আসছে।
– এরপর, পানি দিয়ে ব্রাশের ব্রিসেলগুলো ভালোভাবে ধুয়ে নিন। এরপরেও যদি ব্রাশে ময়লা থাকে, তবে সেইম প্রোসেসটি আবার করুন।
– এবার পরিষ্কার টাওয়েলে হালকা চেপে চেপে ব্রাশের ব্রিসেলগুলোর পানি ভালোভাবে শুষে নিন এবং টাওয়েলের উপর ব্রাশগুলো ছড়িয়ে বাতাসে ভালোভাবে শুকিয়ে নিন। আইশ্যাডো ব্রাশগুলোও একইভাবে পরিষ্কার করবেন।
ব্যস, আপনার অপরিষ্কার মেকাপ ব্রাশগুলো এখন পুরোপুরিভাবে পরিষ্কার।
মেকাপ ব্রাশের যত্ন নিয়ে কিছু টিপস-
- মেকাপ ব্রাশ সবসময় পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। তাহলে ব্রাশগুলো ময়লার হাত থেকে রক্ষা পাবে।
- সপ্তাহে ১ দিন মেকাপ ব্রাশ পরিষ্কার করবেন।
- মেকাপ ব্রাশ পরিষ্কার করার সময় বেশি ঘষাঘষি করা যাবে না। এতে ব্রিসেলসগুলো নষ্ট হয়ে যেতে পারে।
- মেকাপ ব্রাশ পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন, ব্রাশের যে অংশ হ্যান্ডেলের সাথে যুক্ত হয়েছে, সেই অংশ যেন পানিতে না ভেজে। কারন ওই অংশে গ্লু দিয়ে আটকানো থাকে। পানি লাগলে গ্লু নরম হয়ে হ্যান্ডেল থেকে ব্রাশ আলাদা হয়ে যেতে পারে।
- ব্রাশ পরিষ্কার করার পর তা পুরোপুরিভাবে শুকানোর আগে ব্যবহার না করাই ভালো।
ছবি – ব্লগমুনবেরি ডট কম
লিখেছেন – জান্নাতুল মৌ