হারিসা চিকেন - Shajgoj

হারিসা চিকেন

16427638_1835219160050510_2176882229453772994_n

শিখে নিন মজাদার আইটেম হারিসা চিকেন। লাঞ্চে গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে ভালো লাগে। আমি  জেলাপিনো রাইস এর সাথে হারিসা চিকেন তৈরি করেছি। আপনিও ট্রাই করে দেখুন।

স্টেপ ১ 

Sale • Creams, Lotions & Oils, Deodorants/Roll-Ons, Serums/Oils

    উপকরণ

    • লাল ক্যাপসিকাম ৫ টা ( বড় দেখে )
    • রসুন কোয়া ১০ থেকে ১২ টা
    • নাগা মরিচ / ঝাল বোম্বাই মরিচ অল্প ( ঝাল পছন্দ না করলে না দিয়ে করতে পারেন)
    • ধনিয়া আস্ত ১ চা চামচ ( হালকা টেলে নেয়া )
    • জিরা আস্ত ১ চা চামচ ( হালকা টেলে নেয়া )
    • শাহী জিরা হাফ চা চামচ ( না পেলে বাদ দিয়েও করতে পারেন )
    • টমেটো পেস্ট ২ টেবল চামচ
    • অলিভ অয়েল ২ টেবল চামচ
    • লবন অল্প

    প্রণালী 

    লাল ক্যাপসিকামগুলো ঝলসে নিন (ঠিক যেভাবে বেগুন ভর্তার জন্য করি)। এখন এই ঝলসে নেয়া ক্যাপসিকামগুলো কুঁচি করে নিন। এবার ব্লেন্ডার এ কুঁচি ক্যাপসিকাম আর উপরের সব উপকরণগুলো সামান্য পানি দিয়ে মিহি করে পেস্ট করে নিন।

    [picture]

    স্টেপ ২

    উপকরণ

    • বোনলেস চিকেন ( ব্রেস্ট /থাই পিস নিতে পারেন) ৬ পিস
    • রসুন কুঁচি ২ চা চামচ
    • হারিসা সস ( প্রথমে বানানো পুরোটা )
    • লবন স্বাদমত
    • অলিভ অয়েল ২ টেবল চামচ

    প্রণালী 

    এবার প্যান এ তেল দিয়ে মুরগির পিসগুলোকে হালকা লাল করে ভেজে নিন, এবার উপরের সব উপকরণ দিয়ে আর হাফ কাপ গরম পানি , হাফ কাপ চেরি টমেটো টুকরা দিয়ে ধিমি আছে বসিয়ে দিন ৪০ থেকে ৪৫ মিনিট এর জন্য মাংস সিদ্ধ হয়ে নরম আর গলে গলে যেতে থাকবে আর ঝোলটা ঘন হয়ে মাখা-মাখা সস এর মত হয়ে গেলে বুঝবেন হয়ে গেছে !

    ছবি ও  রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ 

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort