আপনারা অনেকেই হয়ত লক্ষ্য করেছেন, বাংলাদেশে প্রচলিত ফ্যাশন ট্রেন্ডে কিন্তু একটা ব্যাপার মাথায় রাখা হয় না। সেটা হল, বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়ের কোমর পাতলা নয়, কিন্তু এটা নিয়ে কাজ করা হয় না একেবারেই। স্লিম কতগুলো মডেল দিয়ে করা বিজ্ঞাপন দেখে ক্রেতারা কেনেন ঠিকই, কিন্তু তিনি যখন পরেন, তখন তার ফিগারের ডিফেক্ট ড্রেসটা ঢাকতে পারে না, বেচারির নিজের ফিগারকে দোষ দেয়া ছাড়া কিছু করার থাকে না।
[picture]
কিন্তু বাস্তব হল, প্রতিটা ফিগার, গায়ের রঙ এর জন্য পারফেক্ট ড্রেস আছে যেটা আপনাকে পরলে ওই মডেলের থেকে খারাপ লাগবে না কখনই। ডায়েট, এক্সারসাইজ এগুলো ফ্যাট কমায় ঠিকই কিন্তু ইন্সট্যান্ট স্লিম লুক চাইলে প্রয়োজন একটু স্মার্টলি ড্রেস পরা। যেটা আপনাকে এক সাইজ স্লিমার লুক দেবে And yes, they r modest and comfortable too! কিছু ট্রিক শেয়ার করি।
(১) কি পরবেন-ফুল লেংথ কটি /কোট/shrug; কটি ছোট পরলে একটু মোটা দেখায়।
(২) মাঝের কালার হালকা শেডের হবে, দুইপাশে ডার্ক শেডের হবে।
(৩) আমব্রেলা কাট গাউন না পরে স্ট্রেইট ম্যাক্সি কাট ড্রেস পরুন। শ্রাগ পরলে স্লিম লাগে।
(৪)লম্বা হাতা পরুন।
(৫) কোমরের নিচ থেকে ফ্লেয়ারড ড্রেস পরুন (ঘের বেশি সোজা কাট, গাউন নয়) যাতে কোমরের দিকটা ঢিলেঢালা থাকে।
(৬) নিজের বডি মেজারমেন্ট থেকে অন্তত ৬ইঞ্চি লুজ পরুন, কাঁধ যেন আবার বড় না হয়।
এই ট্রিকগুলো ফলো করে দেখতে পারেন।
লিখেছেন – ফারিজা বিনতে বুলবুল
ফাউন্ডার অ্যান্ড ডিজাইনার, মডেস্ট কালেকশন