মৌচাক পিঠা - Shajgoj

মৌচাক পিঠা

16807194_1843889822525574_2100171765395821629_n

এই পিঠাটি যে খেয়েছে সেই বলেছে অসাধারণ। মজাদার এই পিঠাটি একেবারে ভিন্ন এবং খুব টেস্টি। ঝটপট দেখে নিন, মজাদার মৌচাক পিঠা তৈরির পুরো প্রণালী। 

উপকরণ

Sale • Lotions & Creams, BB & CC cream
    • ময়দা – ১ কাপ
    • ঘি – ১/৪ কাপ
    • তরল দুধ – ১/৪ কাপ
    • পানি – ৪ কাপ
    • ভাজার জন্য তেল – ২ কাপ
    • ঘি – ১ কাপ
    • সিরার জন্য 
    • চিনি – ১ কাপ
    • পানি – ১/২ কাপ
    • এলাচ – ১ টা
    • সাজাবার জন্য – চেরি, পেস্তা, বাদাম কুঁচি

    [picture]
    প্রণালী

    – একটা বড় বোলে ঘি হাতে করে ফেটতে হবে। ২ টা আইস কিউব দিয়ে মাখাতে থাকলে ঘি দ্রুত সাদা হয়ে যাবে। এবার আইস কিউব ফেলে দিবো। এতে দুধ ময়দা পানি দিয়ে ভালো করে ফেটে নিবো। চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নেয়া যায়। বেশ পাতলা গোলা হবে।

    – এবার একটা ছোট সস প্যান নিবো। এটা গভীর ও তলা ভারী হলে ভালো হয়। তেল ও ঘি গরম করবো। বেশি আচে ১ চা চামচ করে গোলা তেলের উপর সস প্যান এ ঢেলে দিবো। পুরো গোলাটা ছোট ছোট বুন্দির দানার মতো ছড়িয়ে যাবে। আবার ১ চামচ গোলা দিতে হবে। এভাবে পুরো চাক না জমে যাওয়া পর্যন্ত দিতে হবে। সোনালি করে ভেজে তুলে নিতে হবে।

    – এই পরিমান গোলা দিয়ে বেশ বড় সাইজের ৩ টা মৌচাক বানিয়েছি আমি। ছোট বানালে আরো বেশি হবে।

    – এবার সিরার জন্য চিনি পানি এলাচ ফুটিয়ে নিবো। ভাজা মৌচাকগুলো চিনির সিরায় ২ মিনিট রেখে তুলে নিবো। উপরে বাদাম কিসমিস চেরি কুঁচি দিয়ে পরিবেশন করবো। শুভ কামনা সকলের জন্য।

    ছবি ও রেসিপি – খুরশিদা রনী

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort