রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস - Shajgoj

রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস

16998160_1255013161241045_6823141051125451014_n

বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়ে নিজেই তৈরি করে ফেলুন মজাদার হোয়াইট সস। দেখে নিন কীভাবে তৈরি করতে হয় রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস।

 
উপকরণ 

Sale • Lotions & Creams, BB & CC cream
    • বাটার – ২ টেবিল চামচ
    • ময়দা – ২ টেবিল চামচ
    • দুধ – দেড় কাপ
    • লবন – সামান্য
    • তেজপাতা – ১টি
    • পেঁয়াজ  – ১/৪ টি
    • লবঙ্গ – ১টি 
    • গোলমরিচ গুড়া – ১/২ চামচ (আমার কাছে একটু বড়দানার গুড়াটা ছিল তাই দেখতে এমন লাগছে)
    • রসুন কুঁচি – ১ কোয়া

    [picture]

    প্রণালী

    – একটি পেনে বাটার দিয়ে গলে গেলে রসুন কুঁচি  দিয়ে নাড়তে হবে।

    – এরপর ময়দা দিয়ে নেড়ে দুধ দিয়ে দিতে হবে। এ সময় চুলার আঁচ কম থাকতে হবে।

    – এবার বাকি সব উপকরণ দিয়ে দিতে হবে।

    – ৫মিনিট পরে চুলা বন্ধ করে সস থেকে পেঁয়াজ, লবঙ্গ এবং তেজপাতা তুলে ফেলতে হবে।

    বিঃদ্রঃ আপনারা চাইলে ফ্রিজেও এভাবে সংরক্ষণ করতে পারেন। আর সসটা করার সময় অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন।

    ছবি ও রেসিপি – নুসাইবা নিঝুম

    9 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort