তেলে ভাজা মুচমুচে পাকোড়া - Shajgoj

তেলে ভাজা মুচমুচে পাকোড়া

16865113_1845960155643077_5684887397069296388_n

বিকালের চা এর সাথে বাঁধাকপি আর গাজর দিয়ে বানানো পাকোড়া। চায়ের সাথে এমন ‘টা’ এর স্বাদ অতুলনীয়!

উপকরণ

Sale • Compact & Pressed Powder, Talcum Powder
    • বাঁধাকপি মিহি কুঁচি ১ কাপ
    • গাজর কুঁচি হাফ কাপ অ্যা
    • ময়দা দেড় কাপ 
    • অল্প হলুদ গুঁড়া 
    • গোলমরিচ টালা গুঁড়া ২ চা চামচ 
    • টেস্টিং সল্ট হাফ চা চামচ ( না দিলেও হবে )
    • লবন স্বাদ মতো

    [picture]

    প্রণালী

    – বাঁধাকপি কুঁচি  আর গাজর কুঁচি  বাটিতে নিয়ে উপরের সব উপকরণ এর সাথে হাফ কাপ পানি দিয়ে মাখিয়ে নিন।

    – খামিরটা খুব বেশি পাতলা কিংবা ঘন হবে না।

    – এবার গরম করে নেয়া ডুব তেলে মিডিয়াম আঁচে বাদামী করে ভেজে তুলুন।

    – টমেটো সস কিংবা তেতুলের চাটনির সাথে পরিবেশন করুন। 

    ছবি ও  রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ 

    1 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort