জেনে নিন, হিট প্রটেক্টর স্প্রে তৈরির ২টি সহজ কৌশল - Shajgoj

জেনে নিন, হিট প্রটেক্টর স্প্রে তৈরির ২টি সহজ কৌশল

???????????????????????????????

আগে অনেক কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা চাকুরিজীবী নারীদের সুন্দর করে চুল বেনী করে কিংবা খোপা করে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা যেত। কিন্তু আজকাল আর চুলের পেছনে এত সময় ব্যয় করা আসলেই হয়ে ওঠে না। কিন্তু তাই বলে চুলের স্টাইলিং তো থেমে থাকতে পারে না। এজন্যই ঝটপট চুল ঠিক করার ক্ষেত্রে অনেকেই হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করে থাকেন। কিন্তু রোজ রোজ চুল সোজা ও সুন্দর করতে গিয়ে চুলের যে ক্ষতি করে বসছেন তা নিয়ে কি ভেবেছেন? চুলের ক্ষতি কমাতে তাই হিট প্রটেক্টর স্প্রে ব্যবহার করা অত্যন্ত জরুরী। তবে বাজারের কেনা হিট প্রটেক্টর স্প্রে ব্যবহার করা অনেকেই পছন্দ করেন না। তাই আজ আমি আপনাদের কীভাবে বাড়িতে বসেই হিট প্রটেক্টর স্প্রে তৈরি করতে পারবেন সে সম্পর্কে জানাব।

[picture]

Sale • Hair Spray, Dry & Frizzy Hair, Hair Oil

    হিট প্রটেক্টর স্প্রে-১

    প্রয়োজনীয় উপকরণ –

    • অ্যালোভেরা জেল – ১ টেবিল চামচ
    • লেবুর রস – আধা টেবিল চামচ
    • পানি – ২৫০ মি.লি.
    • খালি স্প্রে বোতল (চাঁদনী চক, নিউ মার্কেটের কসমেটিকসের দোকানে কিনতে পাওয়া যায়)

    যেভাবে তৈরি করবেন-

    তাজা অ্যালোভেরা পাতা থেকে ছাড়িয়ে নিয়ে অল্প অল্প পানি মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এবার লেবুর রস ছাঁকনিতে ছেঁকে নিয়ে ব্লেন্ড করা অ্যালোভেরার সাথে মিশিয়ে নিন। তারপর অবশিষ্ট পানি এতে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ফেলুন। এই হিট প্রটেক্টর স্প্রে চুলকে শুধু ক্ষতির হাত থেকেই রক্ষা করে না বরং চুলের আর্দ্রতা রক্ষা করে চুলকে আরো মসৃণ করে তোলে। তবে এই হিট প্রটেক্টর স্প্রে বানানোর পর খুব বেশিদিন রেখে দেয়া যায় না। ফ্রীজে রেখে ব্যবহার করলে সাতদিন পর্যন্ত ভালো থাকে। তবে ভালো ফল পেতে প্রতিবার ব্যবহারের সময় নতুন করে বানিয়ে নিতে পারেন।

    হিট প্রটেক্টর স্প্রে-২

    প্রয়োজনীয় উপকরণ

    • হেয়ার কন্ডিশনার-আধা চা চামচ (আপনি রেগুলার যে কন্ডিশনার ব্যবহার করেন সেটাই নিতে পারেন)
    • নারিকেল তেল – ৩ ফোঁটা
    • আমন্ড অয়েল -৩ ফোঁটা
    • পানি – ২৫০ মিলি
    • খালি স্প্রে বোতল
    • ছোট ড্রপার

    ???????????????????????????????

    যেভাবে তৈরি করবেন-

    প্রথমে খালি স্প্রে বোতলে অর্ধেকটা পানি নিয়ে তাতে ড্রপারের সাহায্যে ফোঁটায় ফোঁটায় হেয়ার কন্ডিশনার মেশাতে থাকুন। তারপর নারিকেল তেল ও আমন্ড অয়েল ড্রপারের সাহায্যে মেশান। মেশানো হয়ে গেলে ভালোভাবে ঝাকিয়ে নিন যাতে সব উপকরণ মিশে যায়। এবার মিশ্রণে বাকি পানি মিশিয়ে নিন। আপনি ইচ্ছা করলে এতে আপনার পছন্দ মতো যে কোন ড্রাই অয়েল (যেমন-আরগান অয়েল) মিশিয়ে নিতে পারেন। তবে তা অবশ্যই ২-৩ ফোঁটার বেশি নয়। এই হিট প্রটেক্টর স্প্রে অনেকদিন রেখে ব্যবহার করা যায়। যারা বার বার হিট প্রটেক্টর স্প্রে বানাতে চান না তারা এটা একবার  বানিয়ে নিয়ে অনেকদিন ব্যবহার করতে পারেন।

    নিশ্চয়ই এখন আর আপনাদের বাজারে কেনা কেমিক্যালযুক্ত হিট প্রটেক্টর স্প্রে ব্যবহার করতে ইচ্ছে করছে না। তবে যে হিট প্রটেক্টর স্প্রে ব্যবহার করুন না কেন চুল থেকে অন্তত ১০ ইঞ্চি দূর থেকে স্প্রে করবেন। তাহলে দেরি না করে আজই আপনার পছন্দের হিট প্রটেক্টর স্প্রে তৈরি করুন আর কোন রকম ক্ষতি ছাড়াই আপনার হেয়ার স্ট্রেইটনার দিয়ে চুল সোজা করে সবাইকে চমকে দিন।

    ছবি – মেকাপ অ্যান্ড বিউটি হোম ডট কম

    লিখেছেন- মুশরাত জাহান দোলা

    9 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort