চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু! - Shajgoj

চিকেন অ্যান্ড প্রন ইন রেড কারি ফ্লেভারড স্টু!

17992012_1871570179748741_433357701331093776_n

মাঝে মাঝে এমন হয় না যে উপকরণ আছে স্যুপ এর কিন্তু খেতে ইচ্ছা করে ভাতে ডুবিয়ে ঝোলের কোন কারি ?আমার নিজের এইসব সমস্যার সমাধান হয় স্টু দিয়ে ! ডিনারে রান্না করেছিলাম থাই রেড কারি ফ্লেভার দিয়ে স্টু , এর সাথে দিয়েছিলাম অনেক সবজি , মুরগির মাংস আর কিছু চিংড়ি ! লেবুর রস চিপে গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম গরম গরম ! 

রেড কারি পেস্ট উপকরণ 

– ৪ টা পেয়াঁজ কুঁচি
– ২ টা বড় রসুন এর কোয়া
– লেমন গ্রাস বা চায়না গ্রাস ৫ টা স্টিক
– ৮ টা পাকা লাল মরিচ ( শুকনা মরিচ না )
– ১ মুঠো ধনিয়া পাতা মিহি কুঁচি
– ২ চা চামচ গুঁড়ো মরিচ
– ১ টি আদা কুঁচি করা
– ১ টি লেবুর জেস্ট ( লেবুর খোসা কুঁচি )
– ৩ -৪ টা লেবুর পাতা
– ২ টেবিল চামচ শুকনা চিংড়ি মাছের গুঁড়ো
– ১ চা চামচ হলুদ গুঁড়া
– ২ টেবিল চামচ তেল

Sale • Talcum Powder, Deodorants/Roll-Ons

    এসব কিছু একসাথে ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন। পেস্ট রেডি।

    থাই রেড কারি ফ্লেভার দিয়ে স্টু তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ 

    – চিকেন / ভেজিটেবল ষ্টক ২ কাপ
    – চিকেন টুকরা ১ কাপ
    – চিংড়ি ১ কাপ
    –  বাটন মাশরুম ২ কাপ কুঁচি করা
    – পছন্দ মতো মিক্সড সবজি
    – টমেটো টুকরা হাফ কাপ
    – নারকেল দুধ ১ কাপ
    – ধনিয়া পাতা কুঁচি
    – রসুন কুঁচি ১ চা চামচ
    – লেমন গ্রাস / থাই পাতা কয়েক টুকরা
    – রেড কারি পেস্ট ৬ টেবিল চামচ
    – লেবুর রস ৩ টেবিল চামচ
    – লবন স্বাদ মতো

    প্রণালী 

    উপরের সব উপকরণ একসাথে হাঁড়িতে দিয়ে চুলায় অল্প আঁচে রান্না করুন ১৫ মিনিট। খাবার সময় খানিকটা ধনিয়া পাতা ছিটিয়ে দিন। ব্যস ইজি ডিনার রেডি ।

    যদি রেড কারি পেস্ট বানাতে না চান তাহলে বাইরে থেকে কেনাটা দিয়েও করতে পারেন , তবে ঘরে ফ্রেশ বানানো পেস্ট এর অন্য রকম স্বাদ হয় !

    ছবি ও রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort