ভিন্না স্বাদের জিলাপির হালুয়া - Shajgoj

ভিন্না স্বাদের জিলাপির হালুয়া

BeFunky Collage

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদের একটি রেসিপি। শিরোনাম পড়ে ইতোমধ্যেই বুঝে গিয়েছেন জিলাপি দিয়ে হালুয়া রান্নার কৌশল আজকে আপনাদের জানাবো।

উপকরণ

Sale • Talcum Powder, Loose Powder
    • জিলাপি ১ কাপ
    • চিনি ১/২ কাপ
    • গুঁড়া দুধ ১/২ কাপ
    • নারিকেল বাটা ১ কাপ
    • এলাচ গুঁড়া আধা চা চামচ
    • পানি ১ কাপ
    • ঘি ৪ টেবিল চামচ
    • কিশমিশ ১ টেবিল চামচ
    • পেস্তা কুঁচি ১ টেবিল চামচ

    [picture]

    প্রণালী

    – জিলাপি হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিন।

    – ননস্টিক প্যানে ৩ টেবিল চামচ ঘি, নারিকেল বাটা এবং জিলাপি গুঁড়া দিয়ে নাড়ুন।

    – অন্য একটি সসপ্যানে দুধ, চিনি, পানি, এলাচ গুঁড়া দিয়ে জ্বাল দিন।জিলাপির মিশ্রণ আঠালো হয়ে এলে দুধের মিশ্রণ ঢেলে দিন। অনবরত নেড়ে রান্না করুন।

    – আঠালো হয়ে এলে অবশিষ্ট ঘি দিয়ে দিন। নেড়ে মিশিয়ে নিন। আঠালো হলে নামিয়ে নিন।

    – প্লেটে হালুয়া ঢেলে কিশমিশ, পেস্তা কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই হালুয়া।

    ছবি ও রেসিপি – ফাতেমা রহমান 

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort