ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল - Shajgoj

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

rose

প্রত্যেক  মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকেন । কেউ বা চান ত্বকের রঙটা আরেকটু উজ্জ্বল হোক । আবার অনেকে একাধিক সমস্যায় ভুগে থাকেন । ত্বকের ভিন্ন ভিন্ন সমস্যায় ভিন্ন রূপচর্চা করা সময়সাপেক্ষ এবং ঝামেলা পূর্ণ  হয়ে যায় । তাই স্বাভাবিকভাবে আমরা ভেবে থাকি একটি মাত্র প্যাকে যদি সব সমস্যার সমাধান হতো ?  ত্বকের সব সমস্যার সমাধানের জন্য আপনাদের আজ একটি প্যাকের কথা বলব । এই প্যাকে ত্বকের সব সমস্যা যেমন – ব্লেমিস , পিগমেন্টশ , ওপেন পোরস , ব্রণ র‍্যাশ , ট্যানিং ইত্যাদি এসব সমস্যার সমাধান হবে এবং সাথে ত্বক উজ্জ্বল হবে ।

আজকে আপনাদের সাথে যে প্যাকটির কথা শেয়ার করব তা আমাদের দাদি নানিরা ব্যবহার করতেন । আজকের যুগে নতুন নতুন প্রসাধনীর ভিড়ে আমরা এসবকে প্রাধান্য দেই না , উল্টো ত্বকের অবস্থা বারোটা বাজিয়ে ফেলি ।

Sale • Face Packs & Peels, Pigmentation, Day Cream

    [picture]

    ত্বকের এই ফেইস প্যাকটি হলো তিনটি প্যাকের সমন্বয়ে একটি প্যাকেজ । এতে রয়েছে অরেঞ্জ প্যাক , গ্রিন প্যাক , পিংক প্যাক । আর রয়েছে স্ক্রাবার । তিনটি প্যাক একসাথে ব্যবহার করলে তবেই সুফল পাবেন । তাহলে দেখে নেয়া যাক ম্যাজিকাল ফেইস প্যাক তৈরি এবং এর কার্যকারিতা ।

    অরেঞ্জ প্যাক

    • পেপে ৭৫ গ্রাম
    • কমলা ১০০ গ্রাম
    • গাদা ফুল  ৪ টি

    Papaya-Pack

    গ্রিন প্যাক

    • শসা ২০গ্রাম
    • কারি পাতা ১০ বা ১৫ টা
    • লেবু অর্ধেক ( মাঝারি )
    • ধনে পাতা ২০গ্রাম

    পিংক প্যাক

    • গোলাপ  ১ টি
    • আলু ৩০ গ্রাম

    যাদের অ্যালার্জি আছে তারা আলুর পরিবর্তে গাজর ব্যবহার করতে পারেন ।

    স্ক্রাবিং পাউডার

    • আটা  ১ টেবিল চামচ
    • বারলি ১ টেবিল চামচ
    • অটস ১ টেবিল চামচ
    • বেসন ১ টেবিল চামচ
    • হলুদ  ১ চা চামচrose-petals-in-mortar

    ব্যবহার বিধি

    ১) অরেঞ্জ প্যাক , গ্রিন প্যাক , পিংক প্যাক এর সমস্ত উপকরণগুলো আলাদাভাবে ব্লেন্ড করে আলাদা পাত্রে রেখে নিন । এবার স্ক্রাবার এর উপকরণগুলো মেশান । এতে পানি মেশানোর প্রয়োজন নেই । শুকনো রাখুন ।

    ২) সর্ব প্রথম অরেঞ্জ প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে রাখুন ১০ মিনিট ।  ১০ মিনিট পর স্ক্রাবিং পাউডার দিয়ে হালকাভাবে ঘষে তুলে ফেলুন যতক্ষন না পর্যন্ত ত্বকের ময়লা দূর হয় ।

    ৩) এবার গ্রিন প্যাক টি লাগান একই নিয়মে ।

    ৪) সবশেষে পিংকটি মুখে লাগিয়ে রাখুন শুকানো পর্যন্ত । শুকিয়ে গেলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান ।

    প্যাকগুলোর কার্যকারিতা

    (১) অরেঞ্জ প্যাক

    – এই প্যাকটি গরমকালের জন্য বিশেষ উপযোগী । গরমকালে রোদের তাপে ত্বক কালো হয়ে যায় ।

    – এই প্যাকের কমলাতে আছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট  যা ত্বকের রোদে পোড়া দাগ দূর করে ও বয়স জনিত ভাঁজ রোধ করে ।

    – গাদা ফুল ত্বকের র‍্যাশ , একনে ,ব্রণ ও ইনফেকশন কমায় ।

    (২) গ্রিন প্যাক

    – গ্রিন প্যাকের শসা ত্বকের অতিরিক্ত তেল দূর করে পোরস বন্ধ করে ।

    – কারি পাতা ত্বকের ইনফেকশন কমিয়ে ত্বক গ্লো করে ।

    – ধনে পাতা ত্বকের যে কোন কালো দাগ যেমনঃ ব্লেমিশ , পিগমেন্টশ , ইত্যাদি কমায় ।

    – লেবু ত্বকের রং উজ্জ্বল করে ।

    (৩) পিংক প্যাক

    – গোলাপ ত্বক নরম ,কোমল ও ফর্সা করে  ।

    – আলু ত্বকের  দাগ দূর করে ও রিংকেল কমায় ।

    এই প্যাক গুলো সপ্তাহে দুই বা তিন দিন ব্যবহার করবেন । ব্যবহার করার প্রথম দিনই আপনি আপনার ত্বকের পরিবর্তন লক্ষ্য করবেন । প্যাকটি প্রথম বার ব্যবহারের ফলেই ত্বক উজ্জ্বল হবে এমনকি ত্বকের মৃত কোষ পর্যন্ত উঠে যাবে । আপনি নতুন ত্বক পাবেন । ১০০ % ফলাফল পাবেন এই প্যাকটিতে । প্যাকটি র কার্যকারিতা পরীক্ষা করার জন্য নিজের হাতের  অর্ধেক অংশে লাগিয়ে দেখতে পারেন । তবে এর পার্থক্য বুঝতে পারবেন । নিচের ছবিতে দেখুন ।

    Untitled

    এভাবে প্যাকটি ব্যবহার করলে এক মাসের মধ্যেই আপনি অভাবনীয় ফল পাবেন । পুরো শরীরে আপনি প্যাকটি লাগাতে পারেন । এতে আপনার শরীরের রঙে  পরিবর্তন আসবে । আপনি চাইলে প্যাকটি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন । স্ক্রাবারটি শুকনো রাখবেন , এটি এক মাস পর্যন্ত ভালো থাকবে । এতে বার বার বানানোর ঝামেলা হবে না । তবে দেরি কেন আজকে শুরু করে দিন ত্বকের বিশেষ যত্ন ।

    লিখেছেন – জোহরা হোসেন

     

    5 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort