ফেব্রিক পেইন্টিং একাধারে শখ ও জীবিকা নির্বাহের মাধ্যম

ফেব্রিক পেইন্টিং একাধারে শখ ও জীবিকা নির্বাহের মাধ্যম

ফেব্রিক পেইন্টিং - shajgoj.com

ছবি আঁকতে ভালোবাসেন? হাতের কাজে আগ্রহ রয়েছে আপনার? বেশ তো, হাতের কাজের দারুণ এক মাধ্যম ফেব্রিক পেইন্টিং করার উপায় বলে দিচ্ছি আজকে। হাতের কাজও হবে, আঁকার সাধও মিটবে। নিজের কুর্তি, স্কার্ফ, কিংবা কারো জন্য উপহারের শাড়ি, টি-শার্ট নিজের হাতে এঁকে নিতে পারেন ফেব্রিক পেইন্টিং করার মাধ্যমে। আর চাইলে ফেব্রিক পেইন্টিং করে আপনি নিজের জীবিকাও নির্বাহ করতে পারেন। তাহলে চলুন সামনে এগোনো যাক!

ফেব্রিক পেইন্টিং যেভাবে করবেন

প্রথমে কাজ শুরু করতে আপনি খুব ছোট কাপড়ের টুকরো বেছে নিতে পারেন। দুর্ভাগ্যবশত যদি কাজটা নষ্টই হয়ে যায়, অল্প ক্ষতি হবে! স্কার্ফ বা টি-শার্ট, এগুলো আদর্শ ক্যানভাস আপনার প্রথম ফেব্রিক পেইন্টিংয়ের পাঠে।

Sale • Sheet Mask

    যা যা লাগছে –

    ফেব্রিক পেইন্টিং করতে অ্যাক্রিলিক রঙ - shajgoj.com

    ১. রঙ- এটা তো অবশ্যই লাগছে। ফেব্রিক পেইন্টিংয়ে ব্যবহার করা যাবে অ্যাক্রিলিক রঙ।

    ২. মিডিয়াম- সঠিক ঘনত্বের রঙ পেতে রঙের সাথে মিডিয়াম মিশিয়ে নিতে হবে। বাটিতে সামান্য মিডিয়াম নিয়ে তাতে রঙ মেশাতে থাকবেন অল্প করে।

    ৩. কাপড়- যেমনটা বলেছি, শুরুর দিকে ছোট কাপড়ের টুকরো নিয়ে কাজ করুন। নতুন কাপড় না নিয়ে পুরনো কাপড়েই আঁকিবুকি করুন প্রথম প্রথম। কাপড়টা অবশ্যই ভালো মতো ধুয়ে শুকিয়ে নেয়া লাগবে।

    ফেব্রিক পেইন্টিং করতে তুলি - shajgoj.com

    ৪. তুলি বা ব্রাশ- চিকন তুলি না মোটা তুলি দরকার হচ্ছে, তা নির্ভর করে নকশার উপর। সূক্ষ্ম কাজ করার বেলা সবসময় চিকন তুলিই প্রয়োজন হয়। নকশা চওড়া হলে মোটা তুলি ব্যবহার করুন।

    যেভাবে আঁকবেন 

    টি-শার্টে ফেব্রিক পেইন্টিং - shajgoj.com

    কাপড়ের গায়ে আঁকার রয়েছে নানা রকম উপায়। প্রচলিত সহজ উপায়ই বেছে নেয়া ভালো প্রথম বার আঁকার ক্ষেত্রে।জিনিসপত্র নিয়ে বসার পর কিন্তু কাজ তেমন কঠিন কিছু নয়। ইচ্ছে মতো রঙ মিশিয়ে আঁকতে থাকুন! যাই আঁকতে চলেছেন, যতো সহজই নকশা হোক তা, কাঠ পেনসিলে এঁকে নিন আগে। কাপড়ে আঁকিবুকি করার অভ্যাস না থাকলে শুরুতেই রঙ নিয়ে কাজ করতে যাবেন না। নকশা আঁকা হয়ে গেলে রঙ নিয়ে বসুন। বাটিতে খানিক রঙ নিয়ে আগে মিডিয়ামের সাথে মিশিয়ে নিন।রঙের ঘনত্ব সঠিক পাওয়া গেলে তবে কাপড়ে আঁকা নকশার গায়ে রঙের আঁচড় কাটা শুরু করুন। মূল কাজ এখানেই শেষ!  তবে পুরোটা কিন্তু শেষ হয়ে যায় নি। তারপরেও আরো কিছু করার আছে আপনার। কাপড়টাকে পুরো একদিন শুকোতে দেবেন। দিন তিনেক পানি লাগাবেন না কাপড়ে।

    সবচেয়ে জরুরি কাজ, যদি ফেব্রিক পেইন্টিং করে ভালো লেগে থাকে, তবে প্রায় সময়ই আঁকার চর্চা করুন। শখের কাজ ছাড়তে নেই। কে বলতে পারে শখটাই কখন কার পেশায় বদলে যায়! 

    ছবি- ইউটিউব, পিন্টারেস্ট, ফ্রেশমিডিয়া.অনলাইন

    119 I like it
    4 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort