মাটন শাশলিক উইথ নর নাগেটস মিক্স - Shajgoj

মাটন শাশলিক উইথ নর নাগেটস মিক্স

shashlik

আজকের রেসিপি আয়োজনে রইল নর নাগেটস মিক্সের স্বাদে দারুণ মজাদার মাটন শাশলিক। দেরি না করে দেখে নিন মাটন শাশলিক তৈরি করার পুরো প্রণালী –

উপকরণ

Sale • Combo, Talcum Powder

    (১) নর নাগেটস মিক্স ৫ গ্রাম
    (২) মাটন ১০ গ্রাম
    (৩) পেঁয়াজ ৫ গ্রাম
    (৪) রসুন ৩০ গ্রাম
    (৫) কাঁচা মরিচ ২০ গ্রাম
    (৬) স্টিক ৬ টি
    (৭) তেল ১২৫ মি.লি.
    (৮) পানি ২৫ মি.লি.

    প্রণালী

    – মাটন, পেঁয়াজ , কাঁচা মরিচ , রসুন ধুয়ে কেটে নিন ।

    – একটি পাত্রে মাটন, পেঁয়াজ , কাঁচা মরিচ , রসুন নিয়ে তাতে নর নাগেটস মিক্স এবং পানি দিয়ে ভালোভাবে মিক্স করে ৩০ মিনিটের জন্য মেরিনেট করে রাখুন।

    – এবারে একটি স্টিকে একে একে মেরিনেট করে রাখা মাটন, পেঁয়াজ , কাঁচা মরিচ , রসুন গেথে নিন।

    – ফ্রাই প্যানে তেল গরম করে তাতে মাটন, পেঁয়াজ , কাঁচা মরিচ , রসুন গেথে রাখা স্টিকগুলো দিয়ে ২০ মিনিট ভাজুন।

    – এবার তেলে ভাজা স্টিকগুলো প্রিহিটেড ওভেনে ১০ মিনিট গ্রিল করুন।

    – গরম গরম পরিবেশন করুন মজাদার মাটন শাশলিক ।

    হাতের কাছের জেনারেল শপ থেকে শুরু করে সুপার শপগুলোতে পেয়ে যাবেন এই  স্যুপ , নাগেটস , নুডলস এর দারুণ সব নর মিক্সের সম্ভার। এছাড়া অনলাইনে কিনতে চাইলে এখানে ক্লিক করে পছন্দের নর মিক্স হাতের কাছেই রাখুন।

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort