বৃষ্টির দিনে চায়ের সাথে ঝাল ঝাল ভাজা মুঠা পিঠা ! - Shajgoj

বৃষ্টির দিনে চায়ের সাথে ঝাল ঝাল ভাজা মুঠা পিঠা !

19510468_1901396400099452_7759189052377557506_n

ছোটবেলায় নানীর বাড়ি খাওয়া সেই মেরা / মুঠা পিঠা পেঁয়াজ-মরিচ দিয়ে ভাজা ভাজা । বৃষ্টির দিনে কখনও সকালের কিংবা বিকেলের নাশতায় গরম গরম চায়ের সাথে এভাবে নানী বানিয়ে দিত । এত মজা লাগত যা বলার বাইরে

উপকরণ

Sale • Talcum Powder, Day & Night Cream
    • চালের গুঁড়ো
    • লবন
    • পানি
    • পেঁয়াজ কুঁচি
    • ধনিয়া গুঁড়ো

    [picture]

    প্রণালী
    – আন্দাজ করে করে নিবেন তাই পরিমান দেইনি।
    – হাড়িতে পানি ফুটতে দিন। এবার চালের গুঁড়ো দিয়ে ঠিক সিদ্ধ রুটির কাই এর মতো করে মথে বল বানিয়ে নিন।
    – এবার একটা বড় হাড়িতে বেশি পানি ফুটতে দিন । এবার এই বলগুলো খুব আলতোভাবে দিয়ে পানিতে ৭ – ৮ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে তুলে ফেলুন। বেশি সিদ্ধ করা যাবে না। না হলে গলে যাবে।
    – ঠান্ডা করুন ১ ঘন্টা। তারপর মাঝখানে কেটে তাওয়াতে মচমচে করে ভেজে নিন।
    – এবার একটা প্যান এ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিন অল্প হলুদ গুঁড়ো , ধনিয়া গুঁড়ো  , লবন দিয়ে ভেজে নিন। এবার এতে পিঠাগুলো দিয়ে ভাজা ভাজা করে নিন।

    ছবি ও রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ

    0 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort