ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

ওয়াশি টেপ - shajgoj.com

তরুণদের মধ্যে ওয়াশি টেপের জনপ্রিয়তা অনেক আগেই দেখা দিয়েছে। এর ব্যবহারের বহুমুখিতা আর উজ্জ্বল রং একে জনপ্রিয় করেছে সব বয়সী মানুষের কাছে। এই ওয়াশি টেপ কেবল সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় বরং সময় বাঁচাতেও সাহায্য করে। এত কাজের একটি জিনিস তার দামই বা কত? ডিজাইন ও মান ভেদে এই ওয়াশি টেপ এর মূল্য ১২০-৪০০ টাকার এর মধ্যেই হয়ে থাকে। রঙ-বেরঙের এই টেপ দিয়ে কিন্তু অনেক রকমেরই কাজ করা যায়। আজ লিখছি তা নিয়েই।

ওয়াশি টেপ দিয়ে ভিন্নধর্মী কিছু তৈরি করার আইডিয়া 

(১) চাবি সাজাতে 

ওয়াশি টেপ দিয়ে চাবি সাজানো - shajgoj.com

Sale • Bath Time, Color Protection, Pigmentation

    অনেক সময় দেখা যায় আমরা অনেক চাবি একই চাবির রিং রেখে ব্যবহার করি এতে করে স্বল্প সময়ে সঠিক চাবি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় এর পরিত্রাণ স্বরূপ আমরা ওয়াশি টেপ ব্যবহার করতে পারি। বিভিন্ন চাবিতে আলাদা ডিজাইনের টেপ ব্যবহার করতে পারি। তাহলে প্রতিটি চাবি আলাদা দেখাবে এবং মনে রাখতেও সহজ হবে। প্রয়োজনের সময় সঠিক চাবিটি খুঁজে পেতে আর অযথা সময় নষ্ট হবে না।

    (২) নখ সাজাতে

    আধুনিক নারীরা তাদের নখ সাজাতে বিভিন্ন রকমের দামি স্টিকার ব্যবহার করেন তারা ইচ্ছা করলেই অতি সহজে ওয়াশি টেপ দিয়ে তাদের নখ সাজানোর কাজটি সারতে পারেন অতি স্বল্প খরচে।

    (৩) ল্যাপটপের কি বোর্ড সাজাতে 

    ওয়াশি টেপ দিয়ে ল্যাপটপের কি বোর্ড সাজানো - shajgoj.com

    ল্যাপটপের কি বোর্ডের অক্ষর অনেক সময় ব্যবহার করতে করতে হালকা হয়ে যায় অথবা উঠে যায়। এক্ষেত্রে এই টেপ ব্যবহার করে অতি সহজেই পুরো কি-বোর্ডের চেহারা পরিবর্তন করা যায় এবং নতুন করে অক্ষর লিখে ব্যবহার উপযোগী করা যায়।

    (৪) দেয়াল সাজাতে 

    দেয়ালে স্টিকারের বদলেও ওয়াশি টেপ ব্যবহার করা যায় এবং অতি অল্প খরচে দেয়ালে নতুনের ছোঁয়া দেয়া যায়।

    (৫) সুতার মোটা বালা সাজাতে

    ওয়াশি টেপ দিয়ে সুতার মোটা বালা সাজানো - shajgoj.com

    সুতার মোটা বালা শাড়ীর সাথে অনেক মাননসই কিন্তু কিছুদিন পরে এই চুড়ির রং বিবর্ণ হয়ে যায়। এক্ষেত্রে উঠে যাওয়া সুতোগুলো কেটে নিতে হবে এবং এর উপরে ওয়াশি টেপ লাগাতে হবে। ইচ্ছা করলে এই টেপের সাথে গ্লিটার লাগিয়ে আরও সুন্দর করা যাবে।

    (৬) রান্না ঘরের বিভিন্ন জিনিস সাজাতে 

    মায়েদের অনেকটা সময়ই রান্না ঘরে কাটাতে হয় এক্ষেত্রে তাদের রান্না ঘরের কিছু জিনিস সুন্দর করে দেয়া যায়। যেমন বাজারে অনেক ধরণের জার পাওয়া যায় ফ্যান্সি জাতিও কিন্তু সেগুলার দাম ৮০০- ২০০০ টাকা হয়ে থাকে। এর পরিবর্তে খুব সহজেই পুরান কাঁচের বোতল পরিষ্কার করে তার উপরে ওয়াশি টেপ লাগিয়ে পুরা জারের চেহারা আকর্ষণীয় করা যেতে পারে। এতে করে রান্না ঘরের লুক ও চেঞ্জ হবে। মূলত প্রতিটি শেলফের লুক আরও সুন্দর হবে। এবং এতে খরচও অনেক কম পরবে। এবং অতি কম খরচে অনেক কয়টি ডিজাইনার জার বানানো যাবে।

    এইতো জেনে নিলেন, ওয়াশি টেপের রকমারি ব্যবহার। এখন খুব সহজেই নিত্যদিনের ব্যবহার করা জিনিস পত্রের সাথে ওয়াশি টেপ ব্যবহার করে আনতে পারেন নতুনত্ব। যা ব্যবহার করে আপনি নিজেও ভালো অনুভব করবেন এবং আপনার আশেপাশের সবার প্রশংসা পাবেন আপনার সৃজনশীলতার জন্য।

     

    ছবি- সংগৃহীত: সাজগোজ;হোম হ্যাকস.কম

    31 I like it
    4 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort