স্পাইসি মেক্সিকান চিকেন ফাহিতা - Shajgoj

স্পাইসি মেক্সিকান চিকেন ফাহিতা

13876357_1749550481950712_8093730217941749915_n-2

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার মেক্সিকান একটি আইটেম। আর জানাই তো আছে মেক্সিকান আইটেমগুলো একটু স্পাইসি হয়। কাজেই রেডি তো !

উপকরণ 

Sale • Talcum Powder, Pigmentation
    • মুরগির রানের মাংস ১ কাপ
    • রসুন কুঁচি ১ টেবিল চামচ
    • পেঁয়াজ টুকরা হাফ কাপ
    • ক্যাপসিকাম কুঁচি ১ কাপ( লাল, সবুজ, হলুদ রং )
    • ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ
    • পাপরিকা পাউডার ২ চা চামচ
    • স্মোকড পাপরিকা পাউডার ১ চা চামচ (যদি না থাকে না দিয়েও করতে পারেন তবে এতে ভীষণ টেস্ট আর সুগন্ধ হয়)
    • গোলমরিচ ফাকি ১ চা চামচ
    • ১ টেবিল চামচ তেল
    • লেবুর রস ১ টেবল চামচ
    • লবন স্বাদ মতো

    [picture]

    প্রণালী 

    প্রথমে প্যানে তেল দিয়ে তাতে রসুন কুঁচি দিন। ১০ সেকেন্ড নাড়াচাড়া করেই মুরগির মাংস, লবন দিয়ে চড়া আঁচে রান্না করুন ৪ থেকে ৫ মিনিট। এরপর এতে ক্যাপসিকাম কুঁচি দিন সাথে বাকি সব মশলাগুলো , পেঁয়াজ টুকরা দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন আরও ১০ মিনিট। হয়ে গেলে লেবুর রস ছিটিয়ে নামিয়ে নিন। এবার পরিবেশনের সময় রুটির মাঝে রান্না করা মুরগির মাংস আর সাথে জালাপিনো/কাঁচা মরিচ, রকেট লিভস/ লেটুস পাতা দিয়ে রুটি মুড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

    ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort