পাঞ্জাবী স্টাইলে মজাদার ছোলা মাসালা! - Shajgoj

পাঞ্জাবী স্টাইলে মজাদার ছোলা মাসালা!

ছবি-ও-রেসিপি-–-Romantic-Kitchen-Stories

আজকের রেসিপি আয়োজনে রয়েছেন পাঞ্জাবী স্টাইলে মজাদার ছোলা মাসালা! ভাটুরা ছাড়াও নান,পরোটা অথবা ভাতের সাথে দারুণ খেতে এই আইটেমটি রান্নার কৌশল জেনে নেয়া যাক!

উপকরণ

Sale • Talcum Powder, Compact & Pressed Powder
    • কাবুলি ছোলা সিদ্ধ করা ১ কাপ
    • পেঁয়াজ মিহি কুঁচি হাফ কাপ
    • আদা মিহি কুঁচি অল্প
    • টমেটো ছোট টুকরা করা ১ কাপ
    • হলুদ গুঁড়া ১ চা চামচ
    • মরিচ গুঁড়া দেড় চা চামচ
    • ধনিয়া গুঁড়া ১ চা চামচ
    • জিরা গুঁড়া ১ চা চামচ
    • আমচুর পাউডার ১ চা চামচ
    • আনারদানা পাউডার ১ চা চামচ
    • গরম মশলা পাউডার ১ চা চামচ
    • আস্ত জিরা ১ চা চামচ
    • তেজপাতা কয়েকটা
    • কাঁচা মরিচ কয়েকটা
    • ধনিয়া পাতা মিহি কুঁচি হাফ কাপ
    • তেল ৪ টেবিল চামচলবন স্বাদ মতো

    [picture]

    প্রণালী

    – প্রথমে প্যান এ তেল দিয়ে তাতে জিরা তেজপাতা দিন, ফুটে উঠলে পেঁয়াজ কুঁচি দিন, হালকা বাদামী করে ভেজে নিয়ে এতে সমস্ত মশলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন।

    – মশলা কষানো হলে এতে টমেটো টুকরা আর হাফ পানি দিয়ে রান্না করুন ৩ থেকে ৫ মিনিট, এবার সিদ্ধ ছোলা, স্বাদ মতো লবন দিয়ে নাড়াচাড়া করে ধিমি আঁচে রান্না করুন ৮ থেকে ১০ মিনিট।

    – ছোলা নরম হয়ে আসলে এতে ধনিয়া পাতা কুঁচি, কাঁচা মরিচ ফালি দিয়ে আরো অল্প কিছুক্ষণ রান্না করুন, নামানোর আগে আদা কুঁচি ছিটিয়ে দিন, হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন!

    – আমচুর, আনারদানা পাউডার না পেলে যে এটা বানানো যাবে না তা কিন্তু নয় ! কমন উপকরণগুলো দিয়েই করতে পারেন!

    ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort