খুব তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময়ই আমরা নিজের যত্নটা নিতে পারি না। আর বাইরে যাওয়ার সময় কেউ বা ব্যাগ এ লোশন, তেল বা ময়েশ্চারাইজার নিয়ে ঘুরতে পছন্দ করে। কিন্তু সময় মতো সঠিক যত্ন না নিলে বয়সের সাথে ত্বক লাবণ্যতা তো হারাবেই সাথে হতে পারে নানা ধরণের অসুবিধা। তাই কম সময়ে সবসময় সাথে রাখার জন্য ভ্যাসলিন এর তুলনা হয় না। আর ভ্যাসলিন হচ্ছে একের ভিতর অনেক। বহু কাজেই একে ব্যবহার করা যায়। যার যার ত্বক বুঝে ভ্যাসলিন এর ধরণ বেছে নিতে হবে। ভ্যাসলিন হতে পারে পাপায়া ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, রোজ ফ্লেভার ইত্যাদি। যার যেটা ত্বকের সাথে মানিয়ে যাবে, সে সেটা ব্যবহার করবেন। এখানে, ভ্যাসলিন এর কিছু ব্যবহার দেয়া হল-
(১) কনুই এর ফাটা দূর করে
রাতে ঘুমানোর আগে এবং গোসলের পর প্রতিদিন দুই বার কনুইতে ভ্যাসলিন লাগিয়ে নিন ভালোভাবে। আপনার কনুই এর ফাটা ভাব দূর হবে এক সপ্তাহেই এবং সাথে পাবেন কোমল ও সুন্দর ত্বক।
(২) চোখের পাপড়ি ঘন করে
পুরনো মাশকারার ব্রাশ পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নিন। রাতে ঘুমানোর আগে হালকা পাউডার ব্রাশে লাগান, তারপর এতে কিছুটা পেট্রোলিয়াম জেল অথবা ভ্যাসলিন লাগিয়ে নিন। এবার সুন্দর করে চোখের পাপড়িতে মাশকারা যেভাবে লাগান সেভাবে ভ্যাসলিন লাগিয়ে নিন। রেখে দিন সারারাত। যাদের ভ্রু পাতলা তারা ভ্রুতেও লাগাতে পারেন। ৪-৫দিনেই পাপড়ি হবে কালো,দীর্ঘ এবং ঘন।
(৩) শরীরের ময়লা দূর করে
গোসলে যাওয়ার আগে হাতের কাছে তেমন কিছু না থাকলে ভ্যাসলিন এবং সি-সল্ট মিলিয়ে নিন। তারপর শরীরে ভালোভাবে ঘষুন। হালকা গরম পানিতে গোসল করে নিন। শরীরের ক্লান্তি দূর হবার পাশাপাশি ময়লা পরিষ্কার হবে খুব সহজে।
(৪) ঠোঁটের মরা চামড়া পরিষ্কার করে
ঠোঁটে প্রতিদিন লিপস্টিক, গ্লস, মেইকআপ করার ফলে কালো দাগ, মরা চামড়া উঠতে পারে। যা ঠোঁটকে করে তোলে নিষ্প্রাণ। ঠোঁটে অল্প একটু ভ্যাসলিন মেখে নিন, ৫ মিনিট পর পুরনো পরিষ্কার টুথব্রাশ অথবা চিনি দিয়ে ঠোঁট ধীরে ধীরে ঘষতে থাকুন। তারপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ঠোঁট মুছে নিন। মরা চামড়া পরিষ্কার হয়ে যাবে।
[picture]
(৫) পারফিউম দীর্ঘস্থায়ী করে
আপনার পারফিউম পয়েন্টে (ঘাড়ের দুই পাশে, চিকবোনস) প্রথমে অল্প একটু ভ্যাসলিন লাগিয়ে নিন তারপর পারফিউম ব্যবহার করুন। পারফিউম এর সুবাস সহজে আপনাকে ছেড়ে যাবে না।
(৬) পারফেক্ট নেইলপলিশ লাগাতে সাহায্য করে
প্রতিবার নেইলপলিশ লাগানোর আগে নখের চারপাশের ত্বকে ভালোভাবে ভ্যাসলিন লাগিয়ে নিন। তারপর নখে নেইলপলিশ লাগিয়ে নিন। খুব পারফেক্টলি নেইলপলিশটি নখে বসে যাবে।
(৭) নেইলপলিশ এর বোতল সহজে খুলতে
পছন্দের নেইলপলিশ টা খুলতে যেয়ে ভেঙ্গে ফেলেছেন এমন ঘটনা ঘটেছে কখনও ? অনেকদিন ব্যবহার না করার ফলে অথবা আদ্র আবহাওয়ায় নেইলপলিশ এর বোতল টা শক্ত হয়ে যায়, ফলে খোলা যায় না। তাই বোতলের চারপাশে একটু ভ্যাসলিন মেখে নিলে খোলা সহজ হবে। বোতল টা ভাঙতেও হবে না!
(৮) মেইকআপ রিমুভার
ভ্যাসলিন চমৎকার মেইকআপ রিমুভার হিসেবে কাজ করে। যেকোনো ভারী মেইকআপ তুলতে ভ্যাসলিন এর জুড়ি নেই। তুলোতে অথবা নরম সুতি কাপড়ে ভ্যাসলিন লাগিয়ে ধীরে ধীরে মুখের, চোখের বা ঠোঁটের মেকআপ তুলে নিন। পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ব্যস, মুখে একটুও মেইকআপ লেগে থাকবে না।
(৯) জুয়েলারি চকচকে রাখতে
পুরনো জুয়েলারি চকচকে রাখতে ভ্যাসলিন বেশ কার্যকরী। টিস্যুতে ভ্যাসলিন লাগিয়ে একটু একটু করে গহনার প্রতিটা কোণা মুছে নিন। পাথরসহ গহনার প্রতিটা পার্টস হয়ে উঠবে উজ্জ্বল আর ঝকঝকে।
(১০) শুকনো লিপস্টিক,আই-লাইনার ব্যবহারে
শুকিয়ে যাওয়া আই লাইনার বা লিপস্টিক এ কিছুটা ভ্যাসলিন মিশিয়ে নিলে লিপস্টিক বা লাইনার ভিজে নরম হয়ে যায় এবং তখন খুব সহজেই ব্যবহার করা যায়।
ছবি – ন্যাচারাললোশন ডট কম
লিখেছেন – মোহছেনা দেওয়ান পৃথিল