মিষ্টি কুমড়ার ফুলের চপ - Shajgoj

মিষ্টি কুমড়ার ফুলের চপ

361659406

অনেক ধরণের চপ তো আপনারা খেয়েছেন। কখনো মিষ্টি কুমড়ার ফুলের চপ খেয়েছেন? হাতের কাছে থাকা জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় মজাদার কুমড়ার ফুলের চপ। তাহলে আসুন জেনে নিই, বানানোর উপকরণ এবং প্রক্রিয়া।

উপকরণ

Sale • Talcum Powder, Compact & Pressed Powder
    • মিষ্টি কুমড়ার ফুল ২৫ টি
    • বেসন ১ কাপ
    • ময়দা ১/৪ কাপ
    • চালের গুঁড়া ১/৩ কাপ
    • পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
    • আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
    • আধবাটা কাঁচামরিচ ১ টেবিল চামচ
    • ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ
    • জিরা গুঁড়া ১/২ চা চামচ
    • মরিচের গুঁড়া ১ চা চামচ
    • হলুদের গুঁড়া ১/২ চা চামচ
    • পানি পরিমাণ মতো
    • লবণ পরিমাণ মতো
    • সয়াবিন তেল ভাজার জন্যে পরিমাণ মতো

    [picture]

    প্রণালী

    – প্রথমেই মিষ্টি কুমড়ার ফুলগুলো ভালোকরে ধুয়ে নিন। এমন একটি পাত্রে রাখুন যেন ফুল থেকে পানি ভালো করে ঝরিয়ে নেয়া যায়।

    – এরপর একটি পাত্রে বেসন, চালের গুরা, ময়দা একসাথে ভালোকরে মিশিয়ে নিন। তাতে পেয়াজ,আদা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, ধনেপাতা কুঁচি, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ একে একে সব উপয়াদানগুলো দেই। তাতে পরিমাণ মতো পানি দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার ১০ মিনিটের জন্য পেস্টটি রেখে দিন।

    – সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসান। তেল গরম হয়ে এলে কুমড়া ফুল পেস্ট দিয়ে ভালো মতো কাভার করে তেলে ভেজে নিন।

    – সবশেষে সসসহ গরম গরম পরিবেশন করুন মিষ্টি কুমড়ার ফুলের চপ।

    ছবি – স্কুপহুপ ডট কম

    লিখেছেন – আনিন্তা

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort