খুব ক্ষিধে লেগেছে! আবার মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। আপনার জন্য পারফেক্ট সল্যুশন হচ্ছে মাগ কেক। ২ মিনিটেই তৈরি করে ফেলুন কেকটি।
উপকরণ
Sale • Talcum Powder, Loose Powder
- ৪ টে.চা. ময়দা
- ২ টে.চা. কোকো পাউডার
- ১/৪ টে.চা. বেকিং পাউডার
- ২ টে.চা. চিনি
- ১ চিমটি লবণ
- ৫ টে.চা. দুধ
- ২ টে.চা. তেল
- ২ টে.চা. চকোলেট চিপস/ পিনাট বাটার
[picture]
প্রণালী
– একটি মগে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, চিনি ও লবণ মেশান।
– তাতে দুধ ও লবণ নিন এবং ভালো করে মেশান।
– চকোলেট চিপস বা পিনাট বাটার অ্যাড করুন।
– মগটিকে মাইক্রোওয়েভ ওভেনে ১ মিঃ রাখুন (৩০ সেঃ পর চেক করে নিতে হবে কেক হচ্ছে কিনা, ওভারকুকড হওয়া যাবে না, কুক না হলে ৩০ সেঃ করে টাইম বাড়ান)।
হয়ে গেল টেস্টি মাগ কেক।
লিখেছেন- আনিকা ফওজিয়া