“মসলিন” আমাদের বাংলার ঐতিহ্য। আর “ঢাকাই মসলিন”-এর কথা তো সবারই জানা! বহুযুগ আগে রাজা-রাণীদের পোশাক নির্মাণে মসলিন ব্যবহৃত হত। মাঝে মসলিন হারিয়েই গিয়েছিল প্রায়! কিন্তু এখন মসলিনের চল কিন্তু ভালোই!
সম্প্রতি এই মসলিনের কাপড় নিয়ে “শেইডস অফ মসলিন”- ফটোশ্যুট হয়েছে। চলুন, এই ফটোশ্যুট-এর পেছনের গল্পটা একটু জেনে আসি।
Sale • Sheet Mask
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম