হুডেড আই | ৭টি টিপস জেনে বাড়িয়ে নিন চোখের সৌন্দর্য!

হুডেড আই | ৭টি টিপস জেনে বাড়িয়ে নিন চোখের সৌন্দর্য!

হুডেড আই - shajgoj

হুডেড আই শব্দদুটির সাথে অনেকেই পরিচিত। অনেকেই বলে থাকেন যে চোখে মেকআপ করলে, আইলাইনার লাগালে বোঝা যায় না। এর কারণ হয়তো আপনার হুডেড আই। এবার আসুন, একটু ভালোভাবে এক্সপ্লেইন করি।

আমাদের চোখের দিকে ভালোভাবে তাকালে, আইব্রো বোনের নিচের দিকে যদি চামড়ার এক্সটা ভাজ থাকে যা আমাদের চোখের ক্রিজ লাইন ঢেকে দেয় এবং এর কারণে চোখের আইলিড যদি অনেক ছোট মনে হয়, তবে আপনার চোখকে হুডেড আই বলা যায়। হুডেড আই যাদের আছে তাদের চোখে মেকআপ ফুটতে চায় না।

তবে, আজকে তাদের জন্যে সুখবর রয়েছে। কারণ, আজ আমি এমন কিছু মেকআপ টিপস শেয়ার করবো, যার ফলে আপনার আই মেকআপ ফুটে উঠবে এবং দেখতেও ভালো লাগবে।

তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই।

হুডেড আই মেকআপ টিপস

১) ফেইক ক্রিজ

যারা হুডেড আই-এর অধিকারিণী, তারা আই মেকআপ করার সময় প্রথমে হাতের সাহায্যে চোখের ক্রিজ লাইন-টা খুঁজে বের করার চেষ্টা করবেন।  এরপর একটা মিডিয়াম ব্রাউন আইশ্যাডো দিয়ে ন্যাচারাল ক্রিজের একটু উপরে লাগিয়ে ব্লেন্ড করে ক্রিজ-টা ডিফাইন করে নিবেন। এতে একটা ফেইক ক্রিজ তৈরী হবে। যার ফলে ক্রিজ লাইনটাও ভালোভাবে ফুটে উঠবে।

হুডেড আই এ ফেইক ক্রিজ - shajgoj.com

২) আইশ্যাডো ও আইলাইনার দেয়া

যখনই আপনি আপনার আইশ্যাডো বা আইলাইনার অ্যাপ্লাই করবেন, তখন চোখটা আধা খোলা রেখে কাজগুলো করবেন। এতে করে আপনি আপনার ক্রিজ, আইলিড ইত্যাদি ভালোভাবে বুঝতে পারবেন।

আইশ্যাডো ও আইলাইনার দেয়া হুডেড আই - shajgoj.com

৩) ক্রিজ-এর উপর

নরমাল আই শেপ-এ আমরা সাধারণত আই মেকআপের মেইন আইশ্যাডো-টি ক্রিজের নিচের দিকে অ্যাপ্লাই করি। বাট যাদের হুডেড আই, তারা মেইন আইশ্যাডো-টি আপনার ন্যাচারাল ক্রিজের একটু উপরে লাগাবেন। এতে করে আপনার আইলিড-টা বড় এবং ওপেন মনে হবে।

হুডেড আই এর ক্ষেত্রে মেইন আইশ্যাডো-টি ন্যাচারাল ক্রিজের একটু উপরে লাগিয়েছে - shajgoj.com

৪) কোন আই মেকআপ?

যাদের হুডেড আই আছে, তারা নরমাল আই মেকআপ, স্মোকি আই মেকআপ ইত্যাদির দিকে না গিয়ে কাট ক্রিজ, হাফ কাট ক্রিজ, হলো আই মেকআপ, স্পটলাইট আই মেকআপ… এই স্টাইল-গুলো ট্রাই করবেন। এগুলো হুডেড আই-তে বেশ ভালো লাগে।

হুডেড আই এ কাট ক্রিজ মেকআপ - shajgoj.com

৫) কোন ধরনের?

আইলিডে সবসময় চেষ্টা করবেন শিমারী /মেটালিক হালকা কালার যেমন- গোল্ডেন, শ্যাম্পেইন, রোজ গোল্ড, সিলভার ইত্যাদি কালার লাগাতে। এতে করে আইলিড-টা ফুটে উঠে সুন্দর ভাবে এবং বড় মনে হয়।

হুডেড আই এ আইলিডে শিমারী /মেটালিক হালকা কালার প্রয়োগ - shajgoj.com

৬) কী রকম?

উইংড আইলাইনার হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড। টানা লাইনার লাগানোর ফলে চোখ অনেক বেশী ওপেন মনে হবে। তবে, লাইনিং যেন বেশী মোটা করে করা না হয়। চিকন করে লাইন টানলেই ভালো লাগবে।

হুডেড আই এ উইংড আইলাইনিং - shajgoj.com

৭) ফেইক আইল্যাশ

অনেক সময় গ্ল্যামারাস মেকআপের সাথে ফেইক আইল্যাশ-তো পড়েই থাকি আমরা। তবে যাদের হুডেড আই তারা বেশী ঘন এবং লম্বা ফেইক আইল্যাশ বাছবেন না যেন। এতে করে আপনার পুরো চোখটাই আইল্যাশে ঢেকে যাবে এবং আই মেকআপ কিছুই বোঝা যাবে না। তাই পাতলা ধরনের ল্যাশ-ই আপনার জন্যে বেস্ট হবে।

‘হুডেড আই’ অনেকের কাছে পেইনের মতই। কারণ আই মেকআপ করলে ফুটে উঠে না। তবে, আজকের টিপসগুলো ফলো করলে আশা করছি প্রবলেমটি আর থাকবে না।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

SHOP AT SHAJGOJ

     

    ছবি- সংগৃহীত: সাজগোজ

    12 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort