অনলাইনে ড্রেস কেনার সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত - Shajgoj

অনলাইনে ড্রেস কেনার সময় যেসব সাবধানতা অবলম্বন করা উচিত

online shopping

২-৩ বছর আগে রোজার ঈদে অনলাইনে একটা ড্রেস দেখে খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম ঈদের দিন পরবো। তো যেই ভাবা সেই কাজ, ড্রেসটা অর্ডার  করে দিলাম। হাতে পাওয়ার পর দেখি, ওমা! ছবির সাথে মিলছে না। ছবিতে হাতায় কাজ ছিল, আর আমারটাতে নাই। ওড়নাও একই। একরঙা একটা পাঠিয়ে দিয়েছে। আমার তো মাথায় হাত! পরে ফেসবুক পেইজ ওউনার-কে নক করার পর কোনো রিপ্লাই আসে নি। কি আর করার তখন! টাকাগুলো তো জলে। এরপর থেকে অনলাইনে যখনই ড্রেস কিনতে গেছি খুব সাবধান হয়ে কিনেছি। কারণ, ওই যে, ন্যাড়া বেলতলায় একবারই যায়!

আমার অনেক পরিচিত আছেন, যারা অনলাইনে ড্রেস কিনতেই চান না। ঠকে যাওয়ার ভয়ে। তাই বলে কি সুন্দর সুন্দর ড্রেসগুলো মিস করবেন? – অবশ্যই না।

Sale • Sleeping mask/Mask, Buy 1 Get 1, Mascara

    তাহলে চলুন জেনে নেই, অনলাইনে ড্রেস কিনতে গেলে যে সকল সাবধানতা অবলম্বন করা উচিত।

    ১. প্রথমেই আসি তাদের কথায়, যারা বিভিন্ন গ্রুপে কম দামে ড্রেস-এর পোস্ট দেখে ঝাপিয়ে পড়ে। যার ফলে, প্রি-অর্ডারের কথা বলে কিছু পরিমাণ টাকা আগেই হাতিয়ে নেওয়া হয়। পরে আর ড্রেস এবং পোস্ট-দাতার খবর থাকে না। তাই, বিভিন্ন সেলিং গ্রুপে না জেনে শুনে কমদামে ড্রেস দেখে ঝাপিয়ে পড়া বন্ধ করুন।

    ২. যে কোনো ওয়েবসাইট/ফেসবুক পেইজে সুন্দর সুন্দর ড্রেস দেখেই অর্ডার করে ফেলবেন না। আগে সেই পেইজ সম্পর্কে জেনে নিবেন যে সেটা বিশ্বস্ত কিনা। সেক্ষেত্রে ফ্রেন্ডস/অন্য কারও হেল্প নিতে পারেন। তাদের ব্যবহার, ডেলিভারি সিস্টেম, রিটার্ন পলিসি ইত্যাদি জেনে নেওয়া ভালো।

    ৩. অনেকেই ভালো ডিজাইনের ড্রেসের আশায় গুললে সার্চ করে থাকেন। পছন্দ হলে সেখান থেকে অর্ডার করে থাকেন। তবে আমার কাছে মনে হয় গুগুলে সার্চ করে ড্রেস কেনার থেকে বিশ্বস্ত ওয়েবসাইট/পেইজ থেকে কেনা সেইফ।

    ৪. কোনো নতুন ধরনের পেইজ/সাইট থেকে কিনতে চাইলে অনেকেই দ্বিধায় ভোগেন যে কিনবেন কিনা, ভালো হবে কিনা। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওয়েবসাইট/পেইজের কাস্টমার রিভিউ-গুলোতে চোখ বুলিয়ে নিতে পারেন। এতে করে আইডিয়া পেয়ে যাবেন।

    ৫. অনলাইনে ড্রেস কেনার আগে সবসময় যে ড্রেস-টি কিনবেন সেটার সম্পর্কে ওউনার এর থেকে জেনে নিন। তাদেরকে ড্রেস-এর আসল ছবি দিতে বলুন। এতে করে ঐ ড্রেসটি সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবেন।

    ৬. অনেকেই অনলাইনে ড্রেস প্রি-অর্ডার করে থাকেন। অনেকেই স্টিচ ড্রেস কিনতে চান। সেক্ষেত্রে আপনার বডি-এর মাপগুলো সঠিক ভাবে দিবেন। নয়ত ড্রেস-টা গায়ে ফিট নাও হতে পারে।

    ৭. অনলাইনে একটা ট্রেন্ডি ড্রেস দেখলাম আর অমনি ভাবলাম, এটা আমার কিনতেই হবে- এমনটা একদমই করবেন না। আগে ভাববেন, সেই ড্রেস-টিতে আপনাকে কতটা মানাবে, আপনি কতটা কমফোর্টেবল ফিল করবেন সেটা পড়ে। এগুলোর উত্তর যদি পজিটিভ হয় তবেই সেই ড্রেস-টি কিনবেন।

    ৮. অনেক ওয়েবসাইটেই চড়া দামে ড্রেস সেল করতে দেখা যায়। তবে আপনি চাইলে রিজনেবল দামে ভালো মানের ড্রেস একটু খুঁজলেই পেয়ে যাবেন। এছাড়া ‘eBay’ এবং ‘amazon’-এ কম দামে ভালো মানের ড্রেস পাবেন। এগুলো কিনতে পারেন। কিন্তু, কেনার আগে ওই যে বলেছিলাম একটু রিভিউ-গুলো ভালো করে দেখে নিবেন।

    ৯. ফেসবুকে কিছু গ্রুপ আছে, যেগুলোতে ড্রেস কেনার জন্য কোন সাইট ভালো তা আপনি জেনে নিতে পারেন। ঐসব গ্রুপ-এ পোস্ট করলে অনেকেই তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী ভালো সাইট-এর নাম সাজেস্ট করে থাকেন।

    এই তো জেনে নিলেন যে, অনলাইনে ড্রেস কেনার সময় কি কি বিষয়ে সাবধান থাকতে হবে। মোটামুটি এই বিষয়গুলো মাথায় রাখলেই অনেকাংশে ঠকে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন। টাকাটা যখন দিবেনই, সঠিক জায়গায় এবং সঠিক জিনিসের পেছনেই খরচ করুন।

    লিখেছেন- জান্নাতুল মৌ

    ছবি- সাটারস্টক

    16 I like it
    4 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort