মাসালা পনির - Shajgoj

মাসালা পনির

rsz_paneer-butter-masala

পনির দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। আলু পনির, মটর পনির- এমন অনেক রকম কারির ব্যাপারেই আমরা জানি। আজকে চলুন জেনে নেই আর একটি তেমন ইজি রেসিপি- ‘মাসালা পনির’।

উপকরণ

  • পনির চার কোনা করে কাটা- ২০০ গ্রাম
  • পেয়াজ বাটা- ১/২ কাপ
  • টমেটো- ১ টা বড়, পেস্ট করা
  • আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
  • টকদই- ২ টেবিল চামচ
  • কাজু বাদাম বাটা- ১ টেবিল চামচ
  • চিনি- অল্প পরিমাণ
  • মরিচ গুঁড়ো- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- অল্প পরিমাণ
  • ধনে ও জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • লবণ- পরিমাণমত
  • তেল- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ- ২ টি
  • ধনেপাতা কুঁচি- ১ টেবিল চামচ
  • এলাচ- ৩ টি
  • গোলমরিচ- ৪ টি
  • লবঙ্গ- ৪ টি
  • দারচিনি- ১ টুকরো
  • তেজপাতা- ২ টা
  • ঘি- ১/২ চা চামচ

প্রণালী

চুলায় প্যানে তেল গরম করে নিন। এর মধ্যে পনির দিয়ে অল্প ভেঁজে নিন চারিদিক। হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখুন।

Sale • Talcum Powder, Loose Powder

    – আবার অল্প তেল দিয়ে তাতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ পেঁয়াজ বাটা দিয়ে দিন। অল্প ভেঁজে নিন। এবার তাতে আদা-রসুন বাটা, ধনে-জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি দিয়ে দিন। তারপর অল্প পানি দিন, এতে মশলা ভালোভাবে কষবে।

    – এবার দিয়ে দিন টমেটো বাটা। তারপর খুব ভালমতো ভেঁজে কষিয়ে নিন। এবার টকদইয়ের সাথে লবণ দিয়ে ফেটিয়ে নিন। এখন টকদই ও কাঁচা মরিচ মাঝখানে ভেঙ্গে দিয়ে দিন প্যানে। মিশিয়ে নিন আবার ভালমতো।

    – এরপর পানি দিন আবার। নিজের আন্দাজমত দিন যাতে ঝোলের জন্য পরিমাণমত পানি হয়। ঝোল ফুটে উঠলে তাতে পনির দিয়ে দিন। সব একসাথে মিশিয়ে ধনেপাতা কুঁচি দিয়ে দিন।

    – সবশেষে দিয়ে দিন ঘি। অল্প নেড়ে নামিয়ে নিন মাসালা পনির। ভাত, নান বা পরোটার সাথে পরিবেশন করুন।

    লিখেছেন- তাহসিন তারান্নুম

    2 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort