নুডলস সালাদ | সুস্বাদু ও হেলদি নাস্তা বানান মাত্র ২০ মিনিটে

নুডলস সালাদ

প্রস্তুতকৃত হেলদি এন্ড ডেলিশিয়াস নুডলস সালাদ

আজ দিলাম নুডলস সালাদ-এর রেসিপি। এটি খুবই হেলদি ও সুস্বাদু একটি আইটেম। বানানোটাও খুব সহজ।  উপকরণগুলোও সহজলভ্য। সকাল বা বিকালের নাস্তায় খেতে পারেন। এখন রেসিপি জানার পালা।

[picture]

Sale • Lotions & Creams, BB & CC cream

     

    নুডলস সালাদ রান্নার উপকরণ

    • সিদ্ধ করা নুডলস ২৫০ গ্রাম
    • সালাদের জন্য-
      • গাজর কুঁচি ১/৪ কাপ 
      • সবুজ কেপসিকাম কুঁচি ১/৪ কাপ
      • ছোট পালং শাক
      • টমেটো কুঁচি অল্প 
      • ধনিয়া পাতা মিহি কুঁচি ৪ টেবল চামচ
      • লবণ
    • ড্রেসিং-এর জন্য-
      • সয়া সস ১/৪ কাপ
      • চিলি সস ৪ টেবিল চামচ 
      • সুইট চিলি সস ১/৪ কাপ
      • ভিনেগার ২ টেবিল চামচ
      • আদা মিহি কুঁচি ১ টেবিল চামচ
      • লেবুর রস ৪ টেবিল চামচ

    নুডলস সালাদ রান্নার প্রণালী

    ড্রেসিং-এর সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিন। এবার নুডলস-এর সাথে সালাদের সব উপকরণ মিশিয়ে এর উপর ড্রেসিং ছড়িয়ে দিন। খুব ভালোভাবে নিয়ে একটা পাত্রে পরিবেশন করুন, তার উপর অল্প সেসেমি অয়েল আর কিছু তিল ছিটিয়ে দিন।

     

    ছবি ও রেসিপি- রোম্যান্টিক কিচেন স্টোরিজ

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort