দর্জি নিয়ে অভিযোগ নেই এমন মেয়ে পাওয়া ভার। বিশেষ করে আসছে ঈদের মৌসুম, এখন তো দর্জির চিন্তায় ঘুম হারাম হওয়ার দশা। তাই হঠাৎ মনে হলো এমন একটা ডাটাবেইজের মত থাকা দরকার যেখানে ঢাকার বিভিন্ন এরিয়ার মোটামুটি ভালো দর্জিদের নাম ঠিকানা এবং মজুরির কথা লেখা থাকবে। আমি সার্ভে করে যেসব তথ্য পেয়েছি তা যেমন এই পোস্টে দিয়ে দিব, আশা করব , পাঠকদের যার যেই দর্জিকে দিয়ে কাপড় বানিয়ে ভালো মনে হয়েছে সেইসব দর্জিবাড়ির তথ্য কমেন্ট সেকশনে দিয়ে এই ডাটাবেইজকে সম্পূর্ণ করতে আমাকে আপনারা সাহায্য করবেন। আমি কমেন্টে পাওয়া তথ্য এই পোস্টে যুক্ত করে দিব।
তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেইঃ
১) নাম ফজলু , লামিয়া ফ্যাশন এন্ড টেইলর্স।
বাড়ি- ৯১/C
রোড- 7-A
ধানমন্ডি।
Mobile- 01726263230
মজুরি- ২৫০ টাকা (3 piece)
২) মিম ফ্যাশন ফেয়ার , প্রিয়াঙ্গন।
শুধু কামিজ/ফতুয়া ২৫০ , পুরো সেট ৫০০।
৩) পিংক সিটি- বর্ণালী
নরমাল কামিজ – ৬০০ টাকা
৪) পিসি কালচার হাউজিং । স্টার টেইলর
মজুরি ২০০ টাকা
৫) শপার্স ওয়ার্ল্ড উত্তরা
মজুরি ৮০০ টাকা
৬) আলবেলি বসুন্ধরা সিটি
মজুরি ৪০০ টাকা
৭) জব্বার টাওয়ার, গুলশান, শোভা টেইলর্স।
মজুরি ৪০০ টাকা
৮) রুমা টেইলর্স, কলাবাগান
শুধু কামিজ ৩০০ টাকা মজুরি।
৯) মাহবুব টেইলর, বনানী সুপার মার্কেট
ফুল সেট ৮০০ টাকা মজুরি।
১০) মোহাম্মাদপুর সোসাইটি , সাদিয়া টেইলর্স,
মজুরি ২৫০ টাকা।
১১) টেইলর সুমন, শীতল টেইলর্স, মধ্য বাড্ডা,
মজুরি শুধু কামিজ ২৫০ টাকা।
এই ছিলো লিস্ট , এই ঈদে বা আসছে দুর্গা পূজায় নতুন জামা হোক আপনার মনের মত, এই প্রত্যাশায় শেষ করছি। সাথেই থাকুন।
(তথ্য ফেইসবুক স্টে এলাইভ গ্রুপ এবং অনলাইন সার্ভে করে পাওয়া)
লিখেছেনঃ তাসিয়া