চুলের যত্নে আমরা কত কিছুই কিনে আনি বাজার থেকে। স্পেশাল শ্যাম্পু, কন্ডিশনার, প্রোটিন ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট… আরও কত কী! কিন্তু আমরা কি জানি, আমাদের সবার রান্না ঘরে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে চুলের অনেকগুলো সমস্যার সমাধান করা যায়? হ্যাঁ, আমি বলছি লেবুর কথা। চুলের যত্নে লেবু অসাধারণ। লেবুতে রয়েছে বেশ কিছু পুষ্টিকর উপাদান যেমন, সাইট্রিক এসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি।
অনেকের ধারণা আছে, লেবু চুলকে গ্রে করে দেয়!! এটা মোটেও সত্যি নয়। এসব কারণে অনেকেই চুলের যত্নে লেবু ব্যবহার করতে দ্বিধাবোধ করেন।
চুলের যত্নে লেবু ব্যবহার
আপনার ভুল ধারণাগুলো ভেঙে চুলের যত্নে লেবু ব্যবহার করে দেখুন। দেখবেন চুল এত ঝলমলে হয়ে গেছে যে লেবু ছাড়া আপনার চলবেই না। আজকে তাই চুলের ৩টি বেশ কমন প্রবলেম-এ লেবু কিভাবে ব্যবহার করবেন- তাই নিয়ে কথা বলবো।
১. হেয়ার গ্রোথ
অনেকেরই অভিযোগ- “চুল বাড়ে না”। লেবু কিন্তু এই অভিযোগের দারুণ কিছু সমাধান দিতে পারে-
১) পাঁচ টেবিল চামচ মেহেদি গুঁড়োর সঙ্গে একটা ডিম ভেঙে মিশিয়ে নিন। সাথে সামান্য পানি মেশাতে পারেন পরিমাণমত। খুব ঘন যেন না হয়। এরপরে মেশান অর্ধেকটা লেবুর রস।
এরপরে মাথার স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলে ভালো করে লাগান। শুকাতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা লাগবে। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি মাসে একবার লাগাবেন।
২) এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ ডাবের পানি মিশিয়ে নিয়ে, শুধু মাথার স্ক্যাল্প এ লাগান।
বিশ মিনিট রেখে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে একবার লাগানো যেতে পারে।
৩) এই প্যাকের জন্যে আপনার লাগবে ৪-৫ ফোঁটা লেমন অ্যাসেনশিয়াল অয়েল, এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল। তিন ধরনের তেল একসাথে মিশিয়ে একটু গরম করে নিন।
এরপরে পনের মিনিট ধরে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন। এরপরে আরও ত্রিশ মিনিট রেখে শ্যাপু করে ফেলুন। এটা চাইলে সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারেন আপনি।
২. খুশকি দূর করতে
অনেকেই আছেন যারা সারা বছর খুশকির সমস্যায় ভোগেন। কারো কারো আবার শীতের সময় খুশকির সমস্যা হয়। শুধু গরমেই হোক না কেন, ঘরে লেবু থাকলে খুশকি নিয়ে আপনাকে আর ভাবতে হবে না।
১) ২ টেবিল চামচ লেবুর রস আর ৪ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার ভালো করে মেশান।
একটা তুলোর বলের সাহায্যে মাথার স্ক্যাল্পে লাগান খুব ভালো করে। যেন পুরো স্ক্যাল্প ভালোভাবে ভিজে যায়। বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই বার এই প্যাকটি ব্যবহার করলে খুশকির সমস্যা দ্রুতই দূর হবে।
২) আধা কাপ গরম পানিতে দুই টেবিল চামচ চা পাতা জ্বাল দিয়ে বেশ ঘন কড়া একটা লিকার তৈরি করে নিন। এরপরে একটু ঠাণ্ডা করে নিয়ে মেশান এক চা চামচ লেবুর রস।
গরম থাকতেই তুলোর বলের সাহায্যে স্ক্যাল্পে লাগান। বিশ মিনিট পরে শুধু ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুব ভালো এবং দ্রুত ফল পেতে নিয়ম করে সপ্তাহে দুইবার এটি লাগান।
৩) দেড় টেবিল চামচ মেথি ভিজিয়ে নিয়ে বেটে নিন মিহি করে। এর সাথে মেশান ২ টেবিল চামচ লেবুর রস।
মাথার স্ক্যাল্পে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। এরপরে ধুয়ে ফেলুন। এটি আপনি ১০ দিন পরপর করতে পারেন। খুশকির সমস্যা থাকবে না আশা করি।
৩. সিল্কি স্মুদ চুল পেতে
১) পুরো একটা লেবুর রস এক গ্লাস বা মগ পানিতে মিশিয়ে সেটাতে চুল ভালো করে ভিজিয়ে নিন।
এটা আপনি চাইলে শ্যাম্পু করার পরে করতে পারেন। তবে খেয়াল রাখবেন, চুল পুরোপুরি শুকানোর আগে কিন্তু রোদে বের হওয়া যাবে না। ব্যস, সিল্কি চুলের জন্যে আর আলাদা করে সিরাম না লাগালেও চলবে।
২) শ্যাম্পু করার আগে নারকেল তেল বা অলিভ অয়েল এর সাথে লেবুর রস মিশিয়ে নরমালি চুলে তেল যেভাবে লাগান, সেভাবেই লাগিয়ে নিন। এরপরে মিনিট পনের রেখে শ্যাম্পু করে ফেলুন।
৩) ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ মধু এবং আধা কাপ অলিভ অয়েল মিশিয়ে নিয়ে পুরো চুলে ভালো করে লাগিয়ে রাখুন ত্রিশ মিনিট। এরপরে ভালো করে শ্যাম্পু করে নিন। সিল্কি স্মুদ চুলের জন্যে এর চেয়ে ভালো হেয়ার প্যাক খুব কমই আছে।
তাহলে আর দেড়ি কেন? দেড়ি না করে চট জলদি চুলের যত্নে লেবু ইউজ করেই দেখুন। আর দেখিয়ে দিন রেশমি ঝলমলে চুলের জাদু!
ভালো থাকুন, সুন্দর থাকুন।
ছবি- সংগৃহীত: ফ্যাবহাউ.কম