চুলে সাজসজ্জা করতে যেমন দরকার স্টাইলিং সেন্স, তেমন দরকার কিছু যন্ত্রপাতি ও প্রসাধনী। আসুন জেনে নেই বাজারে প্রাপ্ত হাজারো পন্য সামগ্রীর মধ্যে থেকে কীভাবে বাছাই করবেন চুলের সাজসজ্জায় প্রয়োজনীয় ৮টি সামগ্রী যা প্রত্যেকটি স্টাইলিস্ট রমনীর থাকা বাঞ্চনীয়।
চুলের সাজসজ্জায় প্রয়োজনীয় ৮টি উপকরণ
১. চিরুনী
বলাই বাহুল্য একটা ভাল মানের চিরুনী থাকা অত্যাবশ্যকীয়। সাধারণ চিরুনীর পাশাপাশি আপনার প্রয়োজন একটা ব্রেসেল ও নাইলোনযুক্ত চিরুনী। যা চুলের জট খুলতে সাহায্য করবে।
২. তেল
সুন্দর ও স্বাস্থ্যোজ্বল চুলের জন্য তেল একটি অপরিহার্য উপাদান। এমন কী যাদের চুল খুব পাতলা তাদেরও তেল দেয়া জরুরী। একটা ভালো ব্রান্ড-এর তেল চুলের আগা পর্যন্ত পলিশ করে এবং চুলের কোকড়ানো ভাব কমিয়ে চুলে সোজা ও চকচকে ভাব আনে। তেল দিলেই যে চুলে তেল চিটচিটে ভাব চলে আসে তা নয়। এমন তেল খুঁজে বের করুন যা শুধু চুলের আর্দ্রতা বজায় রেখে রুক্ষতা কমিয়ে আনে।
৩. ব্লো ড্রাইয়ার
একটা ভালো মানের ব্লো ড্রাইয়ার চুল শুকানোর সময় অর্ধেকে নামিয়ে আনতে পারে। চুলের সেটিং-টা যদি পার্লার-এর মত চান তাহলে পার্লার গ্রেড-এর ব্লো ড্রাইয়ার ব্যবহার করুন। হয়তো দাম একটু বেশী পড়বে কিন্তু সুন্দর চুলের সেটিং চাইলে একটু বেশী খরচ করতেই হবে। আর সবচেয়ে বড় কথা একটা ভালো মানের ব্লো ড্রাইয়ার অনেক দিন যায় তাই একবারেই একটু বেশী খরচ করুন।
৪. হিট প্রটেক্ট্যান্ট স্প্রে
চুলে স্টাইল করতে গিয়ে যদি চুলের উপর তাপ প্রয়োগ করেন যেমন হেয়ার ড্রাইয়ার বা আয়রণ মেশিন ব্যবহার করেন তাহলে অবশ্যই হিট প্রটেক্ট্যান্ট ব্যবহার করতে হবে। বাজারে অনেক ভালো মানের হিট প্রটেক্ট্যান্ট স্প্রে (heat protectant spray) পাওয়া যায় যা চুলকে শুধু আর্দ্রতা ও তাপ থেকেই রক্ষা করে না সাথে সাথে চুলের গোড়াও শক্ত করে।
৫. শ্যাম্পু ও কন্ডিশনার
কোন কোন হেয়ার স্টাইলিস্ট মনে করেন প্রতিদিন শ্যাম্পু করা ঠিক না আবার অনেকে মনে করেন প্রতিদিন শ্যাম্পু করলে মাথার স্কাল্প পরিষ্কার থাকে এবং চুলের অতিরিক্ত তেল চলে যায় ফলে চুল ঝরঝরে ও ঘন দেখায়। চুলের প্রকারভেদে শ্যাম্পু নির্বাচন করতে হবে। তৈলাক্ত, সাধারণ ও শুষ্ক চুলের জন্য ভিন্ন ভিন্ন শ্যাম্পু বাজারে পাওয়া যায়। আর যাদের খুশকি আছে তাদের জন্য আছে অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু। পাতলা চুলের জন্য ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করলে আলাদা করে আর কন্ডিশনার ব্যবহার না করলেও চলবে। যারা চুলে রং করেছেন তাদের জন্য সঠিক স্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার বেশী গুরুত্বপূর্ণ।
৬. ফ্লাট আয়রণ
কোকড়ানো চুলকে সোজা, নমনীয়, বা ঢেউ খেলানো ভাব আনতে ফ্লাট আয়রণের বিকল্প নেই।
৭. ১ বা ১ ১/২ইঞ্চি কারলিং আয়রণ
চুলে ঢেউ খেলানো ভাব আনতে বা রিং রিং স্টাইল করতে আপনার দরকার কারলিং আয়রণ। ১ বা ১ ১/২ইঞ্চি কারলিং আয়রণ বেশ প্রচলিত। অল্প অল্প চুল নিয়ে কারলিং করুন তাহলে চুলে টানটান ভাব থাকবে। একবারে বেশী পরিমান চুল নিয়ে আয়রণে তিন মিনিট পেচিয়ে রাখুন নিমিষেই পাবেন ঢেউ খেলানো চুল।
৮. হেয়ার স্প্রে
যেকোনো হেয়ারস্টাইল-এ এটা হলো ফাইনাল ধাপ। যেকোনো স্টাইল-কে অনেকক্ষন অক্ষত রাখতে হেয়ার স্প্রে ব্যবহার করুন ।
তাহলে, আপনার হাতের কাছে আছে তো চুলের সাজসজ্জায় প্রয়োজনীয় সব হেয়ার স্টাইলিং সামগ্রী? যদি না থাকে তবে জলদি সংগ্রহ করুন! যেকোনো সময়ই করতে হতে পারে হেয়ার স্টাইল। তো, আপনার সুন্দর সাজের সাথে সুন্দর হোক আপনার চুলের সাজও থাকুন!
ছবিঃ Shutterstock