চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার - Shajgoj

চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার

eshita

আইলাইনার মেক-আপের একটি গুরুত্বপূর্ণ অংশ। আইলাইনার লাগানোর অনেক উপায় আছে। আজ আমরা জেনে নেব চোখের শেইপ অনুযায়ী কিভাবে আই লাইনার লাগাতে হবে। অনেক বছর আগের ইজিপ্ট এর রানী ক্লিওপেট্রার ছবিতে দেখা যায় আই লাইনারের ব্যবহার তার চোখকে কতটা সপ্রতিভ করে তুলে।

সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের আইলাইনার তৈরি হয়েছে

Sale • Eye Brush, Eye Primer, Eye Shadow
    • পাউডার বেসড আইলাইনার
    • ওয়াক্স বেসড আইলাইনার
    • লিকুইড আইলাইনার
    • কোল আইলাইনার
    • জেল বেসড আইলাইনার

    [picture]

    সব আইলাইনারের মধ্যে সর্বাধিক ব্যবহৃত হয় কালো রং এর আইলাইনার। তবে নীল, ব্রাউন, বেগুনি, বিভিন্ন রংয়ের আইলাইনারও বাজারে পাওয়া যায়। চোখ সুন্দর করে সাজানোর জন্য আইলাইনার চোখের শেইপ অনুযায়ী লাগাতে হবে।

    প্রসস্থ চোখের জন্য

    আইলাইনার চোখের উপর ও নীচের পাতায় ভেতর থেকে বাইরের দিকে এক তৃতীয়াংশ জুড়ে লাগাতে হবে। চাইলে চোখের পাতার বাইরের দিকে হালকা রংয়ের আই লাইনার লাগানো যেতে পারে। তবে চোখের ভেতরে অবশ্যই ভালোভাবে কাজল লাগিয়ে নিতে ভুলবেন না।

    Big-Eyes-Eye-Makeup-Tips-Personality-Girls-Contact-Lenses-Eyeshadow-Eyeliner-Mascara-for-Big-Eyed-People-Eyeliner-for-big-eyes

    খুব কাছাকাছি চোখের জন্য

    চোখের পাতার উপরের এবং নীচের অংশে মধ্যখান থেকে বাইরের দিকের কর্নার পর্যন্ত আইলাইনার লাগাতে হবে। চোখের ভেতরের দিকের কর্নারে আইলাইনার বা কাজল না লাগানোই ভালো তাতে চোখ আরও বেশি কাছে মনে হবে।

    eyeshapeliner7

    ছোট চোখের জন্য

    হালকা রংয়ের আইলাইনার চোখের ভেতর থেকে বাইরের দিকে পর্যায় ক্রমে চিকন থেকে মোটা করে লাগাতে হবে। চোখের ভেতরের দিকে সাদা রংয়ের কাজল লাগিয়ে নিতে হবে এতে করে চোখ বড় দেখাবে।

    Emma_Stone_Liner

    ঘুমন্ত চোখের জন্য

    আই লাইনার চোখের পাতার সাথে না লাগিয়ে একটু ফাকা রেখে ভেতরের দিকের কর্নার থেকে বাইরের দিকের কর্নার পর্যন্ত একটু ছড়িয়ে লাগাতে হবে। এতে করে চোখে একটি লিফটিং ইফেক্ট আসবে।

    DROOPY eyes

    আমন্ড শেইপ চোখের জন্য

    চোখের পাতার শুধু উপরের দিকে ভেতর থেকে বাইরের কর্নার পর্যন্ত লাগাতে হবে। এতে করে চোখের শেইপ সুন্দর দেখাবে।

    almond eyes

    এশিয়ান চোখের জন্য

    আইলাইনার চোখের উপরের দিকে মাঝখান থেকে বাইরের দিকের কর্নার পর্যন্ত চিকন বা মোটা করে লাগাতে হবে। চোখের নিচের পাতার পুরোটা জুড়ে আই লাইনার লাগিয়ে নিতে হবে।

    eyeshapeliner1_thumb

    লিখেছেন –  শায়লা

    মডেল – ঈশিতা

    ছবি – বিকামগর্জাস.কম, মেকআপঅলওমেন্সটক.কম, বিউটিহাওজ.কম

    1 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort