অনেকদিন ধরে একটা ঘন কালো ম্যাট আইলাইনার খুঁজছেন যা চোখে দেবার একটু পরেই এবড়োথেবড়ো হয়ে ছড়িয়ে যাবে না এবং ঘণ্টার পর ঘণ্টা আপনার লুকটাকে রাখবে ফ্রেশ? এমনই চমৎকার বাজেট ফ্রেন্ডলি টপ ৫ আইলাইনার নিয়ে জানবেন আজ।
Sale • Skin cafe, Garnier, Top Brands
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম