হেয়ার কালারিং বা চুলে রঙ করাটা যতটা না দুঃসাহসিক একটা ব্যাপার, কালারড হেয়ার-এর যত্ন নেয়াটাও কিন্তু ঠিক ততটাই কঠিন! কারণ রঙ করা চুল খুব সহজেই ফ্রিজি হয়ে যায়। তাই রঙ করা চুলের যত্ন একটু বেশিই নিতে হয়। মনে রাখবেন কালারা করাটা কিন্তু এক ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট। স্বাভাবিকভাবেই ন্যাচারাল চুলের চেয়ে কালার করা চুল একটু দুর্বল হয়। তাহলে কি মানুষ হেয়ার কালার করবে না? অবশ্যই করবে! কিছু সহজ স্টেপ ফলো করলেই রঙ করা চুলগুলোও হয়ে উঠবে ঝলমলে, প্রাণবন্ত এবং স্বাস্থ্যকর।
Sale • Shaving & Hair Removal, Color Protection, Hair Serum
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম