সন্তান আত্নবিশ্বাসী হয়ে বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার কি কোনো ভূমিকা রয়েছে? হ্যাঁ, সন্তানের বেড়ে ওঠার জন্য মায়ের ভূমিকা অনেক বেশি হলেও গবেষকদের মতে, সন্তানদের বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। বাবা হিসেবে সন্তানের জন্য শুধু অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করলেই হবে না। সন্তানকে একজন সুখী ও আত্নবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে বাবার সাহচর্যই বেশি প্রয়োজন। এক্ষেত্রে বাবার ভূমিকা কেমন হওয়া উচিত? ফিজিওথেরাপিস্ট উম্মে শায়লা রুমকীর কাছ থেকে চলুন তাই জেনে নেয়া যাক!
Sale • Baby Care, Feminine Cleanser, Feminine Care
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম