আজ কর্নফ্লেক্স দিয়ে আরেকটি মজাদার একটি রেসিপি শেয়ার করব। যারা বেরিস খুব পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি ইফতারের জন্য অতুলনীয় হবে। চলুন তাহলে কর্নফ্লেক্স উইথ বেরিস হেলদি এই রেসিপিটি জেনে নেই!
কর্নফ্লেক্স উইথ বেরিস বানানোর নিয়ম
উপকরণ
১. NESTLÉ CORN FLAKES- ১ কাপ
Sale • Combo, Breast Cream, Lotions & Creams
২. টক দই- ১ কাপ
৩. মধু- ৪ টেবিল চামচ
৪. কালো আঙ্গুর কিউব- ২ টেবিল চামচ
৫. স্ট্রবেরি কিউব- ২ টেবিল চামচ
৬. কাঠ বাদাম কুচি- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
১. প্রথমে টক দই ও মধু মিশিয়ে ঠান্ডা করে নিন।
২. সার্ভিং ডিশে দই, NESTLÉ CORN FLAKES, আঙ্গুর, স্ট্রবেরি মিশিয়ে নিন। এরপর কাঠ বাদাম উপরে দিয়ে পরিবেশন করুন মজার এই ডিশটি!