আপনি আপনার পাউডার হাইলাইটার সঠিকভাবে অ্যাপ্লাই করছেন তো? আমরা আমাদের স্কিন-এ মেকআপ-এর একটা গ্লোয়ি টোন দেখতে খুব পছন্দ করি। আর এই গ্লোয়ি টোন এনে দেয় হাইলাইটার। কিন্তু আমাদের ফেইস-এ হাইলাইটার দেয়ার কিছু পয়েন্ট থাকে। সেই পয়েন্টগুলো জেনে যদি হাইলাইটার অ্যাপ্লাই করা যায়, তবেই কিন্তু মেকআপ অ্যাপ্লাই সঠিক হবে, সাথে স্কিনটাও গ্লোয়ি হবে। আজকে ডুস অ্যান্ড ডোন্টস ৩ পর্বে আমরা এ নিয়েই জানবো বিস্তারিত। চলুন তবে দেখে নেই।
Sale • Eye Makeup Remover, Skin cafe, Eyeliner
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম