বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস - Shajgoj

বাছাই করুন আপনার জন্য সঠিক সানগ্লাস

Ibn Hossain

সানগ্লাসের শেডস, ফ্রেম ইত্যাদি বাছাই করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চেহারার সাথে মানানসই সানগ্লাসটি চিনে নেয়া। অনেকে এই ঈদের কেনাকাটায় জামা-কাপড় কেনার চেয়ে অধিক বিপাকে পড়েন নিজের জন্য একটি স্টাইলিশ সানগ্লাস কেনার সময়। আপনাদের এমন ঝক্কি-ঝামেলা থেকে রক্ষা করতে এবার জানাচ্ছি কিছু টিপস।

[picture]

Sale • Sheet Mask, Masks & Peels, Tinted Moisturizer

    মুখের ধরণ অনুযায়ী সানগ্লাস পছন্দ করুন:

    ডিম্বাকৃতি চেহারা যাদের, তাদের মুখে মোটামুটি সব ধরনের সানগ্লাস মানায়। নিত্য-নতুন বিভিন্ন ধরনের সানগ্লাস ব্যবহার করে তাই নিজের চেহারায় আনুন বৈচিত্র। তবে চারকোনা ফ্রেমের সানগ্লাস এমন চেহারায় অধিক সামঞ্জস্য আনবে বলে মনে করি।

    sunglass for oval shape

    যাদের মুখ গোলগাল, তারা এমন ফ্রেমের সানগ্লাস পরবেন যেটা আপনার চেহারা খানিকটা লম্বাটে ও হালকা দেখাবে। চিকন ফ্রেমের সানগ্লাস এক্ষেত্রে না পরাটাই ভালো। চোখের ভ্রু খানিকটা ঢেকে রাখে, এমন সানগ্লাস আপনার গোল চেহারা অনেকাংশেই লম্বাটে দেখাবে। আয়তাকার ফ্রেমের সানগ্লাস পরিধান করাই এক্ষেত্রে শ্রেয়।

    for round face

    চতুর্ভুজাকৃতি চেহারার ফ্যাশনসচেতন পাঠকদের অনুরোধ করবো অতি তীক্ষ্ণ কোণবিশিষ্ট ফ্রেমের কোন সানগ্লাস পরিধান করা থেকে বিরত থাকবেন। ক্লাসিক ডিম্বাকৃতির কিছু সানগ্লাস রয়েছে যা এমন মানুষদের চেহারায় ঠিকঠাক বসে যায়।

    for squae face

    লম্বামুখোদের চেহারার সাথে গোলাকৃতির সানগ্লাস ভালো যায়। এছাড়া, চৌকাণ ফ্রেমের সানগ্লাস-ও তাদের ভালো মানাবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন সানগ্লাসের ফ্রেম খুব ছোট না হয়, যা চেহারায় বেখাপ্পা দেখায়।

    for long face

    আর যাদের চেহারা কিছুটা ত্রিকোণাকৃতির, তারা ‘ক্যাটস-আই’ গোছের সানগ্লাস ব্যবহারে উপকৃত হবেন। এধরনের চেহারার সাথে মানানসই করতে সানগ্লাসের ফ্রেমের উপরের অংশ সমান্তরাল দেখে পছন্দ করবেন।

    Sunglass for heart or triangle shape

    সানগ্লাসটি মানিয়ে নিন আপনার ত্বকের সাথে:

    ফ্যাকাশে চেহারা যাদের তারা গোলাপি অথবা ব্রাউন শেডের সানগ্লাস ব্যবহার করবেন। চ্যাপ্টা ফ্রেমের সানগ্লাস ব্যবহারে আপনার চেহারার এমন সমস্যা অন্যদের অনেকাংশে বুঝতে দেবে না।

    brown

    শ্যামলা গায়ের রঙের সাথে স্বচ্ছ ফ্রেম সবচেয়ে ভালো মানায়। যাদের ত্বক খানিকটা বেশি কালো তারা সিলভারের ফ্রেম পছন্দ করবেন।

    silver

    চুলের সাথে সানগ্লাসের ফ্যাশন:

    রেশমি ঘন কালো চুলের সৌন্দর্য বাড়িয়ে দেবে রিম ছাড়া হালকা শেডের সানগ্লাসগুলো। খুব কোঁকড়া চুলে ছোট ফ্রেমের সানগ্লাস ভালো মানাতে পারে যদি তা চেহারার মাপের সাথে খাপ খায়। যারা চুল ছোট রাখেন, তাদের সানগ্লাস বাছাই করার সময় চুলের চেয়ে চেহারার আকৃতির উপরেই অধিক দৃষ্টি দেয়া উচিত। এক্ষেত্রে কড়া রঙের সানগ্লাস আপনার চেহারায় এনে দেবে সুদৃঢ় ব্যক্তিত্বের ছাপ।

    আপনার চেহারার সাথে সঠিক সানগ্লাসটি চেনার জন্য কিছু টিপস দেয়া হল। আশা করছি টিপসগুলো ‘সাজগোজ’-এর পাঠকদের উপকৃত করবে। তবে মনে রাখবেন, এগুলো কেবল ‘টিপস’, বাঁধা-ধরা কোন নিয়ম নয় যা অবশ্যই পালনীয়। ‘ফাঙ্কি-স্টাইল’ যাদের সাজে, তারা প্রয়োজনে এর ব্যতিক্রম চেষ্টা করেও সফল হতে পারেন।

    লিখেছেনঃ পলাশ

    মডেলঃ ইবনে হোসেন

    ছবিঃ কসমোপলিটান.কম, ইবে.কম, লাভইট সোমাচ.কম

    4 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort