ঈদের সকালে আমরা মেয়েরা সবাই সাধারণত নিজের ঘরেই ব্যাস্ত থাকি। বাড়ীর ছেলেদের নামাজে যাওয়া, সবার খাওয়া-দাওয়া, ছোটদের নতুন পোশাকে তৈরি করা আর হালকা মেহমানদারী, এসবেই কেটে যায় সকাল। এসবের মাঝে নিজের জন্য সময় খুব অল্পই পাওয়া যায়। তারপরও ঝটপট সেরে নিতে পারেন নিজের মেকাপ। যাতে করে সকাল থেকেই নিজেকে পরিপাটি করে উপস্থাপনের পাশাপাশি সামিল হতে পারেন ঈদের আমজে।
আজকে আমরা বলবো সকালের ঝটপট হালকা বেইস মেকাপ নিয়ে…
এতে আপনার প্রয়োজন হবেঃ
- হালকা কাভারেজ ফাউন্ডেশন/ টিন্টেড ময়েস্চারাইজার/ বীবী(BB) ক্রিম
- কনছিলার(Concealer)
- সেটিং পাউডার/ প্রেস্ড (pressed)পাউডার
যেভাবে করবেনঃ
প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। আপনার মুখ তৈলাক্ত হলে দুই তিন মিনিট বরফ হাল্কা করে ঘষে নিন। এরপর ফাউন্ডেশন/ টিন্টেড ময়েস্চারাইজার অথবা বীবী(BB) ক্রিম লাগিয়ে নিন। আপনি যদি ফাউন্ডেশন লাগাতে চান তবে অবশ্যই হালকা কাভারেজ এর ফাউন্ডেশন নিন কারন এটি আপনাকে ভারী কোন অনূভুতি না দিয়ে স্বাভাবিক সতেজ দেখাতে সাহায্য করবে। সেজন্য আপনি যদি টিন্টেড ময়েস্চারাইজার অথবা বীবী(BB) ক্রিম ব্যাবহার করেন তবেই সবচেয়ে ভাল হয়।
যাইহোক, আপনার ত্বকে যদি কোন অসামঞ্জস্যতা অথবা দাগ থাকে তাহলে সেটা এখনো দেখা যাবে, তাই এবার নিন কনছিলার। কনছিলার শুধু মাত্র যেখানে অসামঞ্জস্যতা আছে সেখানে আর চোখের নিচে লাগিয়ে নিন। এটি আপনার চোখের নিচের কালো দাগ (যদি থাকে) এবং ত্বকের যাবতীয় অসামঞ্জস্যতা দূর করে আপনাকে খুব মসৃণ বেইস তৈরি করে দেবে।
আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে এই পর্যায়েই আপনার বেইস মেকাপ তৈরি হয়ে গেল। এখন আপনি শুরু করতে পারেন চোখের সাজ অথবা অন্য কিছু।
কিন্তু আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে আপনার প্রয়োজন হবে সেটিং পাউডার/ প্রেস্ড (pressed)পাউডার। কনছিলার লাগানোর পর হাল্কা করে ব্রাশ অথবা পাফ দিয়ে পুরো মুখে পাউডার বুলিয়ে নিন। পাউডার আপানার মুখের অপ্রয়োজনীয় তেল শুষে নিয়ে আপনাকে আপনার কাঙ্খিত বেইস তৈরি করে দেবে।
ব্যাস, ঈদের সকালের জন্য সামঞ্জস্যপূর্ণ হালকা বেইস মেকাপ এখন পুরিপুরি তৈরি। বেইস মেকাপের পর ইচ্ছেমতো হালকা কোন আইশ্যাডো আর কাজল বুলিয়ে নিন চোখে। সাথে হালকা কোন রঙে ঠোট রাঙাতেও ভুলবেন না।
কিছু প্রয়োজনীয়ও তথ্যঃ
*বাজারে এখন সেটিং স্প্রে নামক একধরনের স্প্রে পাওয়া জায়। আপনার যদি তা থেকে থাকে তাহলে বেইস মেকাপের পর তা স্প্রে করে নিতে পারেন। সেটিং স্প্রে আপানার মেকাপ বেশীক্ষণ সতেজ রাখতে সাহায্য করবে।
*ফাউন্ডেশন এবং কনছিলার ত্বকের যতোটা কাছাকাছি সম্ভব রঙের শেড এ বাছুন।
*আপনার ত্বক যদি মেকাপের কিছুক্ষন পর কালো দেখায়, যাকে oxidization বলে, তাহলে তা প্রতিরোধ করতে ত্বকের রঙের চেয়ে এক শেড হাল্কা রঙের সেটিং পাউডার/ প্রেস্ড (pressed)পাউডার ব্যাবহার করুন।
ঈদের আগাম শুভেচ্ছা রইলো সবার জন্য। আশা করছি লেখাটি কিছুটা হলেও আপনাদের কাজে আসবে।
লিখেছেনঃ তামান্না ইসলাম
মডেলঃ তামান্না ইসলাম